Vaibhav Suryavanshi: বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবার পেল বড় দায়িত্ব, ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে নতুন ভূমিকায়
BCCI Domestic: ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেল বৈভব। রঞ্জি ট্রফিতে গুরুদায়িত্ব দেওয়া হল তাকে।

রাঁচি: মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে খেলে হইচই ফেলে দিয়েছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে আরও এক রেকর্ড। আইপিএলে সর্বকনিষ্ঠ হিসাবে সেঞ্চুরি তো বটেই, ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান। ভেঙে দেয় ইউসুফ পাঠানের রেকর্ড। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আইপিএলের পর থেকেই সর্বত্র জনপ্রিয় হয়েছে। পরে ইংল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ায় তার বিধ্বংসী ব্যাটিং দিয়ে সকলের মন কেড়ে নিয়েছে।
এবার ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেল বৈভব। রঞ্জি ট্রফিতে গুরুদায়িত্ব দেওয়া হল তাকে। রঞ্জি ট্রফির প্রথম দুটি রাউন্ডের জন্য বিহার ক্রিকেট দলের সহ-অধিনায়ক নিযুক্ত হয়েছে বৈভব।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দিয়েছে এবং রঞ্জি ট্রফিতে দলের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ১৫ জন খেলোয়াড়ের তালিকায় বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্টে বিহারের প্রথম ম্যাচের ২ দিন আগে দল ঘোষণা করা হয়েছে, কারণ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পরে দুই সদস্যের প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি অন্তর্বর্তীকালীন ভিত্তিতে নির্বাচক নিয়োগ করতে দেরি হয়েছিল।
শাকিবুল গনি হলেন অধিনায়ক
বিহার ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে শাকিবুল গনিকে। দল রঞ্জি ট্রফিতে তাদের প্রথম ম্যাচটি বুধবার, ১৫ অক্টোবর খেলবে। গ্রুপ পর্বের এই ম্যাচটি বিহার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মঈন-উল-হক স্টেডিয়ামে খেলবে।
রঞ্জি ট্রফির জন্য বিহার দল
পীযূষ কুমার সিংহ, ভাস্কর দুবে, শাকিবুল গনি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অর্ণব কিশোর, আয়ুষ আনন্দ লোরুকা (উইকেট-রক্ষক), বিপিন সৌরভ (উইকেট-রক্ষক), আমোদ যাদব, নওয়াজ খান, সাকিব হোসেন, রাঘবেন্দ্র প্রতাপ সিংহ, সচিন কুমার সিংহ, হিমাংশু সিংহ, খালিদ আলম, সচিন কুমার।
অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ছিল বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স
সূর্যবংশী সম্প্রতি ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯-এর বিরুদ্ধে প্রথম চার দিনের ম্যাচে ৭৮ বলে সেঞ্চুরি করে বৈভব। ৩ ইনিংসে ১৩৩ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বৈভব।
তার আগে ইংল্যান্ডেও দুর্দান্ত পারফর্ম করেছিল বৈভব। যুব ওয়ান ডে ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছিল। সেই ম্যাচে ১৪৩ রান করেছিল বৈভব। ইংল্যান্ডে ৫ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছিল মোট।




















