Vaibhav Suryavanshi: ২৮০ স্ট্রাইক রেটে ব্য়াটিং, সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরও ব্যাটে ঝড় অব্যাহত সূর্যবংশীর
Vaibhav Suryavanshi: ২৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। সমস্তিপুরের বাঁহাতি এই ব্যাটারকে প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরিয়ে দেন অরুণাচল প্রদেশের ইয়াব নিয়া।

পাটনা: রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে কমবয়ি সহ অধিনায়ক তিনি। বিহার রঞ্জি দলের সহ অধিনায়ক তিনি। বুধবার দায়িত্ব পাওয়ার পর প্রথমবার রঞ্জিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। আর নেমেই ব্যাট হাতে তাণ্ডব দেখালেন কিশোর ব্যাটার। পাটনার মঈন উল হক স্টেডিয়ামে প্রথম চার বলে তিনি হাঁকালেন দুটো বাউন্ডারি ও একটি ছক্কা।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে সহ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে ৫ বলে ১৪ রানের ইনিংস খেললেন বৈভব। ২৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। সমস্তিপুরের বাঁহাতি এই ব্যাটারকে প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরিয়ে দেন অরুণাচল প্রদেশের ইয়াব নিয়া। সূর্যবংশী ওপেন করতে নেমেছিলেন। বিহারের আরেক ওপেনার অর্নব কিশোর ৭০ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তিনি ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আয়ুশ লোহারুকা ৮৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। তিনি মোট ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি অরুণাচল প্রদেশ। ডানহাতি পেসার শাকিব হুসেইন নিজের ১১.৩ ওবারে ৪১ রান বোর্ডে তুলতে ৬ উইকেট খুইয়ে বসে।
উল্লেখ্য, মাত্র ১২ বছর বয়সে ২০২৩-২০২৪ মরশুমে রঞ্জিতে অভিষেক হয় সূর্যবংশীর। ১৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে আইপএলে অভিষেক হয় সূর্যবংশীর। গত আইপিএলেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিলেন কিশোর এই ব্যাটার।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দিয়েছে এবং রঞ্জি ট্রফিতে দলের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ১৫ জন খেলোয়াড়ের তালিকায় বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্টে বিহারের প্রথম ম্যাচের ২ দিন আগে দল ঘোষণা করা হয়েছে, কারণ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পরে দুই সদস্যের প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি অন্তর্বর্তীকালীন ভিত্তিতে নির্বাচক নিয়োগ করতে দেরি হয়েছিল। বিহার ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে শাকিবুল গনিকে।
বিহার দল: পীযূষ কুমার সিংহ, ভাস্কর দুবে, শাকিবুল গনি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অর্ণব কিশোর, আয়ুষ আনন্দ লোরুকা (উইকেট-রক্ষক), বিপিন সৌরভ (উইকেট-রক্ষক), আমোদ যাদব, নওয়াজ খান, সাকিব হোসেন, রাঘবেন্দ্র প্রতাপ সিংহ, সচিন কুমার সিংহ, হিমাংশু সিংহ, খালিদ আলম, সচিন কুমার।



















