বারাণসী: উত্তরপ্রদেশের বারাণসীতে তৈরি হতে চলেছে নতুন ক্রিকেট স্টেডিয়াম (Varanasi Cricket Stadium)। আজই সেই স্টেডিয়ামের শিলান্যাস করার জন্য বারাণসীতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সুনীল গাওস্কর, কপিল দেব, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনীরা তো উপস্থিত ছিলেনই। পাশাপাশি বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
বারাণসী (Varanasi) মানেই শিবভূমি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। যে কারণে শহরের ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভোলেনাথের ছায়া। স্টেডিয়ামের নকশায় থাকছে মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, বেলপাতাও। প্রধানমন্ত্রী মোদি এই স্টেডিয়ামটি মহাদেবের উদ্দেশেই সমর্পিত করেন। তাঁর আশা এই স্টেডিয়াম হওয়ায় আশেপাশের সমস্ত ক্রীড়াবিদরা লাভবান হবেন।
প্রধানমন্ত্রী বলেন, 'মহাদেবের শহরে এই স্টেডিয়ামটি মহাদেবের উদ্দেশেই সমর্পিত। এখানে ক্রিকেটের বড় বড় ম্যাচ তো হবেই। পাশাপাশি আশেপাশের সমস্ত ক্রীড়াবিদদের অনুশীলনের জন্য আন্তর্জাতিক মানের পরিকাঠামোও থাকবে। কাশী শহর এর থেকে লাভবান হবে। ক্রিকেটের মাধ্যমে ভারত গোটা বিশ্বের সঙ্গে জুড়ছে। নতুন নতুন দেশ ক্রিকেট খেলায় আগ্রহ দেখাচ্ছে। আসন্ন দিনে তাই ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়বে। আর ম্যাচের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই নতুন নতুন স্টেডিয়ামের প্রয়োজনও পড়বে। বারাণসীর এই স্টেডিয়াম সেই প্রয়োজন পূরণ করবে। গোটা পূর্বাঞ্চলের মুখ উজ্জ্বল করবে এই স্টেডিয়াম। এই স্টেডিয়াম নির্মাণে বিসিসিআইও পূর্ণ সহায়তা করবে। কাশীর সংসদ হিসাবে আমি বিসিসিআইয়ের সকল আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি।'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) আজকের অনুষ্ঠান উপস্থিত ছিলেন। এই নতুন স্টেডিয়ামের জন্য বিসিসিআই এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন প্রকল্পের অন্তর্গত বারাণসীতে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে। এটি উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং প্রথমবার বিসিসিআইয়ের তদারকিতেই তৈরি হবে এই স্টেডিয়াম। পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের ক্রিকেটপ্রেমীদের জন্য এটা একটা বড় মঞ্চ হতে চলেছে। বিসিসিআই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই উপহারের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, এই অনুষ্ঠানের ফাঁকেই প্রধানমন্ত্রীর হাতে ভারতীয় দলের এক নম্বর জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বারাণসীতে নতুন স্টেডিয়ামের শিলান্যাসের আগেই আলোর শহরে পৌঁছে গেলেন সচিন