কানপুর: ২২ গজের যুদ্ধে দুই দেশের সম্ভবত দুই সবথেকে চর্চিত যোদ্ধা তাঁরা। কথা হচ্ছে বিরাট কোহলি (Virat Kohli) ও শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। কানপুরে দুই তারকার মধ্যেকার এক মিষ্টিমধুর মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। 


কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে আজই। মাত্র দুই দিনের খানিক বেশি সময়ের খেলাতেই বাংলাদেশকে দুরমুশ করে ২-০ সিরিজ় জিতে নিয়েছে ভারত। গ্রিন পার্ক স্টেডিয়ামে সেই ম্যাচ শেষেই শাকিব আল হাসানকে এক উপহার দেন বিরাট কোহলি। কী সেই উপহার? সেটি হল বিরাট কোহলির সই করা একটি ব্যাট। 


শাকিব দ্বিতীয় টেস্ট শুরুর আগেই পূর্বাভাস দিয়েছিলেন এটিই সম্ভবত তাঁর শেষ টেস্ট হতে পারে। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলেই তিনি বিদায় জানাতে আগ্রহী, তাও দেশে যা পরিস্থিতি, তাতে আদৌ তাঁর আর সেই ম্যাচ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে অন্তত এটাই যে শাকিবের শেষ টেস্ট ছিল , তা নিশ্চিত। বাংলাদেশের মহাতারকা ক্রিকেটারকে ২২ গজে তাঁর অবদানের জন্যই সম্ভবত সম্মান জানাতে বিরাট এই উপহারটি দেন।


 






 


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে বিরাট কোহলিকে শাকিবের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাতে দেখা যায়। দুইজনে মাঠে দাঁড়িয়েই খোশ গল্পও করেন। তারপরেই শাকিবকে ব্যাট উপহার দেন 'কিং কোহলি'।  প্রসঙ্গত, এই ম্যাচের প্রথম ইনিংসে কিন্তু বিরাট কোহলির উইকেটটি শাকিবই নিয়েছিলেন। বোল্ড করেছিলেন তাঁকে। তবে তাতে খুব লাভের লাভ কিছুই হয়নি।


যশস্বী, রাহুলের দুরন্ত অর্ধশতরানে এবং বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিতে সক্ষম হয়। ম্যাচের পঞ্চম দিনে সকালে ভারতীয় বোলারদের যুগ্ম প্রচেষ্টায় ১৪৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। শেষমেশ জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান ১৮ ওভারের মধ্যেই তুলে জয় সুনিশ্চিত করে ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে দাপুটে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারতের কর্তৃত্ব অব্যাহত