Virat Kohli House: দাদার হাতে নিজের বাড়ির তুলে দিয়েছেন বিরাট? জল্পনা নিয়ে মুখ খুললেন বিকাশ কোহলি
Vikas Kohli: বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি হস্তান্তরের জল্পনা নিয়ে মুখ খোলেন।

নয়াদিল্লি: বর্তমানে অস্ট্রেলিয়ায় নিজের কামব্যাক সিরিজ়ের আগে অনুশীলন সারছেন বিরাট কোহলি (Virat Kohli)। সপ্তাহান্তেই ফের একবার তাঁকে ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। দেশে তাঁর সম্পত্তি হস্তান্তরের খবর নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি (Vikas Kohli)।
বিরাট মঙ্গলবার সকালেই লন্ডন থেকে ভারতের মাটিতে নামেন এবং পরের দিন শুভমন গিলদের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দেন। এরই মাঝে বিরাট নাকি সময় বের করে বিরাট কোহলি নিজের ৮০ কোটি টাকা দামের গুরুগ্রামের বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি তাঁর দাদা বিকাশের নামে করে দিয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি বিকাশের নামে হওয়ায় গুরুগ্রামের এই বাড়ি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বিকাশের থাকবে বলে দাবি করা হয়। এমনকী তিনি চাইলে বাড়ি বিক্রিও করতে পারেন।
এবার সেইসব জল্পনা নিয়েই মুখ খুললেন বিরাটের দাদা বিকাশ। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিকাশ লেখেন, 'আজকালকার দিনে এত ভুল তথ্য এবং ভুয়ো খবর ছড়ানোর বিষয়টা আমায় আর আশ্চর্য করে না। কয়েকজনের লোকের তো কোনও কাজ নেই, তাই এসবগুলি করার জন্য তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।' গোটা পোস্টে কোথাও স্পষ্টভাবে কিছু উল্লেখ না করলেও, বিকাশ যে সম্প্রতি বাড়ি হস্তান্তরের খবরটি সম্পর্কেই এই পোস্টটি করেন, তা বলাই বাহুল্য।
আসলে বিরাট ও তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানদের নিয়ে বেশ কিছুদিন ধরে লন্ডনেই থাকেন। বহুদিন ধরে সেখানেই তাঁদের পাকাপাকিভাবে স্থানান্তরিত হওয়ার জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। এই বাড়ি বিক্রির গুঞ্জনটি সেই খবরে আরও ইন্ধন জোগায়। অবশ্য বিরাট কিন্তু বহুদিনই এই বাড়িতে থাকেন না। তিনি লন্ডনে স্থানান্তরিত হওয়ার আগেও মুম্বইয়ে থাকতেন। সেখানেই তিনি নতুন একটি বাড়িও কিনেছেন।
আপাতত অবশ্য তিনি অস্ট্রেলিয়ার পারথে ওয়ান ডে সিরিজ়ের প্রস্তুতি সারছেন। গতকাল ভারতের অপশনাল অনুশীলনেও তিনি ও রোহিত শর্মা, দুই মহাতারকাই উপস্থিত ছিলেন। সেখানে কোহলিকে প্রায় ৪০ মিনিট পর্যন্ত নেটে ব্যাটি করার পর অর্শদীপের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যায়। তাঁর ও হর্ষিত রানার সঙ্গে বিরাটকে দৌড় লাগাতেও দেখা যায়। মোটের ওপর বলা বাহুল্য কোহলি ভারতীয় দলে ফেরাটাকে বেশ ভালভাবেই উপভোগ করছেন।




















