সিডনি: সর্বকালের সেরা ব্যাটার কে? একবাক্যে বেশিরভাগই বলবেন ডন ব্র্যাডম্য়ানের কথা। আধুনিক ক্রিকেটের কথা উঠলে সচিন তেন্ডুলকর সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হবেন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সচিন নয়, বিরাট কোহলিকে প্রজন্মের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিলেন। শুধু তাইই নয়, ওয়ান ডে ফর্ম্য়াটের চেজমাস্টার কোহলিকে সর্বকালের সেরা ওয়ান ডে প্লেয়ার হিসেবে বেছে নিয়েছেন ওয়া।
গত বুধবারই ৩৭ বছর পূর্ণ করেছেন বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে ২২ গজের লেজেন্ড হিসেবে তৈরি করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ও টেস্ট ফর্ম্য়াট থেকে অবসরও নিয়ে নিয়েছেন। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও খেলছেন কিং কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির মালিক বিরাটই।
এক সাক্ষাৎকারে স্টিভ ওয়া বলেন, ''বিরাট কোহলি, রোহিত শর্মা ২ জনই সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে পড়েন। বিরাট কোহলি হয়ত ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বকালের সেরা ব্যাটার। গোটা বিশ্বব্যাপী ওরা খেলেছে। সবাই ওদের খেলতে দেখতে অভ্যস্ত। গোল্ডকোস্টেও অনেকেই ২ জনকে খেলতে দেখতে চাইবেন। তবে ওদের পক্ষেও সব ম্য়াচে খেলা সম্ভব নয়।''
৫০ ওভারের ফর্ম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। ৩০৫টি ওয়ান ডে ম্য়াচে ১৪,২৫৫ রান করেছেন এখনও পর্যন্ত কোহলি। ৫১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি এই ফর্ম্য়াটে। যা বিশ্বের যে কোনও ব্যাটারের মধ্য়ে সর্বাধিক।
ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথম দুটো ম্য়াচে কোনও রানই করতে পারেননি বিরাট। তবে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে সিডনিতে ৮১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন। রোহিত শর্মাও সেই ম্য়াচে অপরাজিত শতরান হাঁকিয়েছিলেন। ম্য়াচের সেরাও হয়েছিলেন। ২০২৭ বিশ্বকাপে দুজনেই খেলতে ইচ্ছুক।
খারাপ ফর্ম অব্য়াহত সূর্যকুমারের
শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে একশো রানের গণ্ডিও পেরতে পারেননি সূর্যকুমার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ইনিংসে ৯২ রান করেছিলেন। এরপর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ১১২ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ২৬ ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ২৮ রান করেছিলেন। এশিয়া কাপেও ব্যাট চলেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি সিরিজে জয়ের সঙ্গে সঙ্গে এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে সূর্যকুমার কিন্তু ব্যাট হাতে ক্রমেই ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার টস হেরে ভারত প্রথমে ব্যাট করে ১৬৭ রান করে, দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন । যদিও তিনি দ্রুত শুরু করেছিলেন, তবে ১৬তম ওভারের প্রথম বলে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্কাই। সূর্য ১০ বলে ২০ রান করেন।