Virat Kohli: সপ্তাহান্তে অস্ট্রেলিয়া সফর, জাতীয় দলে কামব্যাকের আগে দেশে ফিরলেন 'কিং' কোহলি
Virat Kohli returns: আইপিএলের পর দেশ ছেড়েছিলেন, প্রায় চার মাস পর ভারতে ফিরলেন বিরাট কোহলি।

নয়াদিল্লি: আজই রাজধানীতে সকাল সকাল ওয়েস্ট দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় নিজেদের পকেটে পুরেছে ভারত। আজই আবার নয়াদিল্লিতে নেমে পড়লেন বিরাট কোহলিও (Virat Kohli)।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেও, ভারতীয় দলের জন্য বিশ্রামের জো নেই। সপ্তাহান্তেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। সেই সিরিজ়েই কিন্তু ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক ঘটতে চলেছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিকে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় ভারতের হয়ে আর ম্যাচ খেলেননি কোহলি। এমনকী আইপিএলের পরে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলতে দেখা যায়নি তাঁকে।
আইপিএল শেষের পর দেশ ছেড়েছিলেন বিরাট। নিজের পরিবারের সঙ্গে লন্ডনেই থাকেন 'কিং'। সেখানেই বিভিন্ন সময়ে তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে। কখনও আবার লর্ডসেই ভারতীয় দলের হয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন কোহলি। প্রায় মাস চারেক দেশের বাইরেই রয়েছেন তিনি। তবে শীঘ্রই অজ়িভূমের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সেই সফরে টিম ইন্ডিয়ার বাকিদের সঙ্গে রওনা দেওয়ার জন্য দেশে চলে এলেন তিনি।
THE GOAT AT HIS HOME IN DELHI..!!!! 🐐
— Tanuj (@ImTanujSingh) October 14, 2025
- Virat Kohli is coming to Rule in ODIs. 🔥 pic.twitter.com/weQagdvfyu
মঙ্গলবার, ১৪ অক্টোবর নয়াদিল্লির বিমানবন্দর থেকে কোহলিকে বের হতে দেখা যায়। তাঁর পরনে ছিল কালো শার্ট ও সাদা ট্রাউজ়ার, চোখে চশমা। একেবারে ক্যাজ়ুয়াল লুকে পিঠে ব্যাগ নিয়ে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় কোহলির দেশে ফেরার না না ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমর্থকরা অজ়িভূমে কোহলির ব্যাটিং দেখার আশা রয়েছেন।
তবে কেবল একটি ফর্ম্যাট খেলে আড়াই বছর অর্থাৎ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিজের জায়গা, ফর্ম কোহলি, রোহিতরা ধরে রাখতে পারবেন কি না, সেই নিয়ে না না মহল থেকে প্রশ্ন উঠছে। এই নিয়ে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলে। তিনি বলেন, '৫০ ওভারের বিশ্বকাপ হতে এখনও আড়াই বছর বাকি রয়েছে। আমার মতে বর্তমানে থাকাটা অনেকেটাই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানেই আমার নজর। নিঃসন্দেহে ওরা অত্যন্ত দক্ষ ক্রিকেটার এবং ওদের অভিজ্ঞতা অস্ট্রলিয়া সফরে আমাদের কাজে লাগবে। আশা করছি ওদের দুইজনের জন্যই অস্ট্রেলিয়া সফরটা ভাল কাটবে।'




















