Virender Sehwag Divorce: সত্যিই সংসার ভাঙছে বীরেন্দ্র সহবাগের? জল্পনা উস্কে দিল সোশ্যাল মিডিয়ার পোস্ট
Indian Cricket Team: ছবিতে তাৎপর্যপূর্ণভাবে নেই আরতি। যা দেখে ভক্তরা ধরেই নিয়েছেন যে, জল্পনা নয়, এবার হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন নজফগড়ের নবাব।

নয়াদিল্লি: তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এ-ও বলা হচ্ছে যে, তাঁরা দুজনে আর এক ছাদের তলায় থাকেন না। আইনিভাবে বিচ্ছেদ নাকি শুধু সময়ের অপেক্ষা।
যদিও বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) বা তাঁর স্ত্রী আরতি এ নিয়ে কখনওই মুখ খোলেননি। তাঁদের নীরবতায় আরও বেড়েছে বিচ্ছেদ জল্পনা। সেই জল্পনা নতুন করে উস্কে দিল সহবাগের পোস্ট করা একটি ছবি।
দীপাবলিতে দুটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বীরু। যার একটিতে তাঁর একার ছবি। তবে অন্য ছবিতে সহবাগকে দেখা গিয়েছে তাঁর মা এবং দুই পুত্রের সঙ্গে। খোশমেজাজেই দেখা গিয়েছে প্রাক্তন বিস্ফোরক ব্যাটারকে।
যদিও সেই ছবিতে তাৎপর্যপূর্ণভাবে নেই আরতি। যা দেখে ভক্তরা ধরেই নিয়েছেন যে, জল্পনা নয়, এবার হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন নজফগড়ের নবাব।
শোনা গিয়েছিল, সহবাগ ও আরতির সম্পর্কে ভাঙনের নেপথ্যে নাকি এক প্রাক্তন ক্রিকেটার। দিল্লির হয়ে এক সময় ঘরোয়া ক্রিকেটে খেলা মিঠুন মানহাসের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আরতির। মানহাস এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । দীর্ঘদিন ক্রিকেট কর্তা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দিল্লির এই প্রাক্তন ক্রিকেটার । তবে সহবাগের সঙ্গে মানহাসের মুখ দেখাদেখি নেই বলেও দাবি করেছেন কেউ কেউ ।
কিছুদিন ধরেই বীরেন্দ্র সহবাগের সঙ্গে স্ত্রী আরতির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বলে জল্পনা চলছে । এ-ও শোনা গিয়েছিল যে, বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন সহবাগ ও আরতি । এবার জল্পনা শুরু হয়েছে, সহবাগ ও আরতির ঝামেলার নেপথ্যে কি মিঠুন মানহাস?
View this post on Instagram
বিতর্ক তৈরি হয়েছিল এক সাংবাদিকের মন্তব্যে । চলতি মাসের গোড়ার দিকে এক সাংবাদিক এক আলোচনায় বলেন, 'সহবাগের স্ত্রীর সঙ্গে মিঠুন মানহাসের সম্পর্ক খুবই ভাল । এর পিছনে অন্য গল্প রয়েছে, যেটা এখানে আমি বলব না ।' যদিও পরে সেই পোস্ট তিনি মুছে দেন । তবে তাতে বিতর্ক থামেনি । কীসের দিকে ইঙ্গিত করা হয়েছিল?
ওই পোস্টে অতীতের একটি বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন ওই সাংবাদিক । যেখানে তামিলনাড়ু ও ভারতীয় দলের এক সময়কার দুই সতীর্থ দীনেশ কার্তিক ও মুরলী বিজয়ের মধ্যেও একইরকম সমস্যা তৈরি হয়েছিল। ডিকে-র স্ত্রী নিকিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুরলী বিজয় । পরে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পর মুরলীকে বিয়ে করেন অন্তঃসত্ত্বা নিকিতা । ডিকে স্কোয়্যাশ প্লেয়ার দীপিকা পাল্লিকলের সঙ্গে নতুন ইনিংস শুরু করেন।




















