গাইবেরখা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women's T20 WC 2023) ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে অনবদ্য পারফর্ম করলেন রেণুকা সিংহ (Renuka Singh)। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার। তাঁর দাপটেই নির্ধারিত ২০ ওভারে ১৫১/৭ রানেই থেমে গেল ইংল্যান্ডের ইনিংস। ইংরেজদের হয়ে ন্যাট স্কিভার-ব্রান্ট সর্বাধিক ৫০ রানের ইনিংস খেলেন। রেণুকা নির্ধারিত চার ওভারে ১৫ রান খরচ করে পাঁচ উইকেট নিলেন তিনি।


বিধ্বংসী রেণুকা


ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় একাদশে মাত্র এক বদল ঘটানো হয়। দলে সুযোগ পান শিখা পান্ডে। হরমনপ্রীতের বোলিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন রেণুকা। ড্যানি ওয়াটকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। তৃতীয় ওভারে আবারও সাফল্য পান রেণুকা। এবার তাঁর শিকার অ্যালিস ক্যাপসি। ৩ রানে ফেরেন অ্যালিস। নতুন বল হাতে রেণুকার দাপট দেখে তাঁকে পাওয়ার প্লেতে আরও এক ওভার বল করানোর সিদ্ধান্ত নেন হরমনপ্রীত।


অধিনায়কের সিদ্ধান্তকে আবারও সঠিক প্রমাণিত করেন রেণুকা। সোফিয়া ডাঙ্কলিকে ১০ রানে ফেরান তিনি। ২৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চাপের মুখে অধিনায়ক হেদার নাইট ও ন্যাট স্কিভার-ব্রান্ট ইংল্যান্ডের হাল ধরেন। চতুর্থ উইকেটে ৫১ রান যোগ করেন তাঁরা। তবে ২৮ রানে করতে পারেননি নাইট। তাঁকে আউট করেন শিখা পান্ডে। নাইট আউট হয়ে যাওয়ার পর ন্যাটকে সঙ্গ দেন অ্যামি জোন্স। দুইজনে মিলে ৪০ রান যোগ করেন। ন্যাট অর্ধশতরানও পূর্ণ করেন। তবে তারপরেই তিনি আউট হয়ে সাজঘরে ফেরেন।


আগ্রাসী অ্যামি


অ্যামি আগ্রাসী ৪০ রানের ইনিংস খেলছিলেন। ইংল্যান্ডকে ১৫০ রানের কাছাকাছিও পৌঁছে দেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে বল হাতে তুলে নিয়ে আবারও উইকেট পান রেণুকা। ২০তম ওভারে জোড়া উইকেট পান তিনি। ইংল্যান্ড কোনওক্রমে ১৫০ রানের গণ্ডি পার করে। সোফি একলেস্টোন ১১ রানে অপরাজিত থাকেন। ভারত এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও জিততে পারেনি। এই ম্যাচে অতীতের সেই রেকর্ডকে বদলে ফেলার সুযোগ রয়েছেন ভারতের সামনে। এই ম্যাচ জিতলে ভারতের গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছনোর সুযোগ বাড়বে।


আরও পড়ুন: বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরলেন কোহলি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরালেন অনুরাগীরা