INDW vs AUSW: বিশ্বকাপের ফাইনালে কখন, কোথায় দেখবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ? কী বলছে পিচ রিপোর্ট?
Womens ODI World Cup 2025: সাধারণত নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য। এখানে হাইস্কোরিং ম্যাচ হয় সাধারণত। স্পিনাররাও সুবিধে পাবে ধীরে ধীরে পিচ থেকে।

নবি মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপের (Womens ODI World Cup 2025) ফাইনালে আগামীকাল ২ নভেম্বর মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল একদিকে যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ইংল্যান্ডকে সেমিতে হারিয়ে দিয়েছিল। নবি মুম্বইয়ের ক্রিকেট মাঠে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই মাঠেই ফাইনালে নামতে চলেছে ২ টো দল। তার আগে দেখে নেওয়া যাক এই মাঠের পিচ কেমন ব্যবহার করতে পারে ম্য়াচে- - - -
সাধারণত নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য। এখানে হাইস্কোরিং ম্যাচ হয় সাধারণত। স্পিনাররাও সুবিধে পাবে ধীরে ধীরে পিচ থেকে। যে দলই টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং নেওয়ার পথে হাঁটবে এটাই স্বাভাবিক। এছাড়া ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম ইনিংসে গড় রান ২২০।
মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে কারা মুখোমুখি হবে?
মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা হবে ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপের ফাইনালের দ্বৈরথ?
ভারত-অস্ট্রেলিয়া মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালটি আয়োজিত হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে
কখন শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্য়াচ?
আগামী ২ নভেম্বর, ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালটি শুরু হবে দুপুল ৩ থেকে
কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল?
মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালটি হবে স্টার স্পোর্টসের যে কোনও নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ
এবার মোট পুরস্কারের পরিমাণ ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১১৬ কোটি টাকা ধার্য করা হয়েছে। ২০২২ সালে নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের তুলনায় এই অঙ্কের পরিমাণ ২৯৭ শতাংশ বেশি। সেইবার মোট পুরস্কারমূল্য ছিল মাত্র ৩.৫ মিলিয়ন ডলার। মহিলা খেলোয়াড়দের এই পুরস্কারমূল্য কিন্তু ২০২৩ সালে ভারতে আয়োজিত পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি। সেইবার প্রাইজ মানি ছিল ১০ মিলিয়ন ডলার। আইসিসি-র এই নীতি জেন্ডার পে-প্যারিটি পলিসির অংশ, যার অধীনে পুরুষ এবং মহিলা খেলোয়াড় উভয়কেই সমান আর্থিক সম্মান দেওয়া হয়।




















