INDW vs SAW: রিচাদের উৎসাহ জোগাতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সচিন, রোহিত
Womens World Cup 2025: ম্য়াচের আগে সচিনকে দেখা যায় মাঠে নেমে ভারতীয় প্লেয়ারদের সঙ্গে হাত মেলাতে। হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমা সহ দলের প্রত্যেক প্লেয়ারের সঙ্গেই কথা বলেন মাস্টার ব্লাস্টার।

নবি মুম্বই: একই দিনে ভারতীয় ক্রিকেট দল ভারতে ও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেছে। প্রথমে হোবার্টে পুরুষ দল অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে খেলতে নেমেছিল। আর মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেতাব লড়াইয়ে খেলছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্য়াচে ছেলেরা জিতেছে। তবে আজ সব নজই মহিলা বিশ্বকাপের দিকে। যেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ভারতীয় ক্রিকেটের ২ নক্ষত্র সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা।
ম্য়াচের আগে সচিনকে দেখা যায় মাঠে নেমে ভারতীয় প্লেয়ারদের সঙ্গে হাত মেলাতে। হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমা সহ দলের প্রত্যেক প্লেয়ারের সঙ্গেই কথা বলেন মাস্টার ব্লাস্টার। মহিলা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতেও দেখা যায় সচিন তেন্ডুলকরকে।
অন্য়দিকে রোহিত শর্মাকেও দেখা যায় ভিআইপি বক্সে। সাদা টি শার্ট ও কালো ক্য়াপ পরিহিত ক্যাজুয়াল লুকসে রোহিতকে ক্যামেরায় দেখানোর পর ডি ওয়াই পাতিল স্টেয়ামের গ্যালারি চিৎকার করে ওঠে।
View this post on Instagram
এছাড়াও এদিন মাঠে দেখা যায় ভিভি এস লক্ষ্মণ, কিংবদন্তি সুনীল গাওস্করকেও। আইসিসি সচিব জয় শাহ। মুম্বই ইন্ডিয়ান্স মালকিন নীতা আম্বানিও এসেছেন ম্য়াচ দেখতে।
ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ২৯৮ রান তুলল ভারতীয় দল। ভারতের হয়ে শেফালি বর্মা ও দীপ্তি শর্মা দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯৯ রান। প্রথমে ব্য়াটিং করতে নেমে অর্ধশতরানের ইনিংস খেলেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন শেফালি। তিনি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসেবে অর্ধশতরানের ইনিংস খেলেন। স্মৃতি মন্ধানা অল্পের জন্য নিজের অর্ধশতরান মিস করেন তিনি। যদিও দীপ্তি শর্মা নিচের দিকে নেমে অর্ধশতরানের ইনিংস খেলেন। চলতি টুর্নামেন্টে স্মৃতি মন্ধানা ৪৩৪ রান ঝুলিতে পুরেছেন বিশ্বকাপের মঞ্চে। কোনও এক মহিলা বিশ্বকাপের মরশুমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালকিন এতদিন ছিলেন মিতালি রাজই। তিনি ২০১৭ সালে ৪০৯ রান করেছিলেন। এবার তাঁকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন স্মৃতি। এখন দেখার ভারতীয় বোলাররা কেমন পারফর্ম করতে পারে।




















