Jemimah Rodrigues: কথা দিয়েছিলেন গাওস্কর, বিশ্বকাপ জয়ের পর কিংবদন্তিকে তা মনে করিয়ে দিলেন জেমাইমা
Jemimah Rodrigues On Sunil Gavaskar: বিশ্বকাপ জেতার পর জেমাইমা এবার সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন গাওস্করকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের আগে তিনি প্রমিস করেছিলেন। সুনীল গাওস্কর কথা দিয়েছিলেন যে বিশ্বকাপ জিতলে জেমাইমা রডরিগেজের সঙ্গে গান গাইবেন কিংবদন্তি ওপেনার। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে যদি ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতে, তাহলে জেমাইমার সঙ্গে পারফর্ম করবেন তিনি। সেক্ষেত্রে জেমাইমা যদি ইচ্ছুক থাকেন, তবে তিনি গিটার বাজাবেন আর গাওস্কর গান গাইবেন।
বিশ্বকাপ জেতার পর জেমাইমা এবার সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন গাওস্করকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে জেমাইমা একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি গিটার হাতে রয়েছেন। ক্যাপশনে লেখা, ''হাই, সুনীল গাওস্কর স্যার, আমি তোমার মেসেজ দেখেছি। আপনি বলেছিলেন যে বিশ্বকাপ জিতলে আমরা একসঙ্গে গান গাইব। আমি কিন্তু গিটার নিয়ে তৈরি আছি। আশা করি আপনি নিজের মাইক নিয়ে তৈরি থাকুন। অনেক অনেক ভালবাসা।''
কী বলেছিলেন গাওস্কর?
স্পোর্টস তকে দেওয়া গাওস্কর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''যদি ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চে খেতাব জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে পারফর্ম করতে চাই। ও যদি রাজি থাকে, আমি গান গাইতে পারি ওর সঙ্গে। ওর কাছে ওর গিটার রয়েছে। আমি গান গাইব আর ও গিটার বাজাবে।''
কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন, ''আমরা বিসিসিআইয়ের এক অ্য়াওয়ার্ড শো-তে এমন পারফর্ম একসঙ্গে করেছিলাম। সেখানে একটি ব্যান্ড পারফর্ম করছিল। আমরা তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম। জেমাইমা গিটার বাজাচ্ছিল, আর আমি আমার যা ভয়েস তাতেই গান গাইছিলাম। আমি সেই কাজটাই করতে এখনও মুখিয়ে থাকব। জেমাইমা খুশি থাকলে আমি গান গাইতে রাজি থাকব।''
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স করেছিলেন জেমাইমা। ৩৩৯ রান তাড়া করতে নেমে একসময় দ্রুত ২ ওপেনারকে হারিয়ে বসেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু সেখান থেকে হরমনপ্রীত ও জেমাইমা মিলে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। হরমন আশির ঘরে আউট হলেও জেমাইমা অপরাজিত ১২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
View this post on Instagram




















