কেপ টাউন: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ধুমধাম করে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম (WPL 2023 Auction) আয়োজিত হয়েছে। সেখানে প্রথম খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) নাম নিলামে উঠে। ভারতের তারকা ওপেনারকে ৩.৪ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলা প্রিমিয়ার লিগ নিলামে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। স্মৃতি বিরাট দামে বিক্রি হওয়ায় শুধু তিনি নন, উচ্ছ্বাসে ভাসলেন তাঁর ভারতীয় সতীর্থরাও।


উচ্ছ্বসিত সতীর্থরা


বর্তমানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেখানেই রয়েছেন ভারতীয় দলের অঙ্গ স্মৃতি। সতীর্থদের সঙ্গে বসে একসঙ্গেই নিলাম দেখছিলেন ভারতীয় তারকা। সেখানে স্মৃতি বিরাট মূল্যে বিক্রি হওয়ার পরেই উচ্ছ্বাসে ভাসেন রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌররা। জেমাইমা ও হরমনপ্রীত স্মৃতিকে আলিঙ্গনও করেন বটে। ভারতীয় পুরুষ দলের ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি আরসিবির পুরুষ দলের হয়ে আইপিএল খেলেন। এবার ভারতের মহিলা দলের ১৮ নম্বর জার্সিধারীও আরসিবির জার্সিতেই খেলবেন।


 






আরসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন স্মৃতিকে দলে পাওয়ায় উচ্ছ্বসিত। তিনি যে দলকে নেতৃত্ব দিতে পারেন, তাঁর পূর্বাভাস দিয়েই রাখলেন কিউয়ি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'সকলেই মান্ধানা ও (এলিস) পেরিকে চেনেন। এই দুইজনকে দলে নিতে আমরা বদ্ধপরিকর ছিলাম। এমন উচ্চমানের খেলোয়াড়দের দলে নিতে পারায় আমরা দারুণ খুশি। স্মৃতি, পেরি এবং (সোফি) ডিভাইনকে একসঙ্গে দলে পাওয়াটা স্বপ্নের মতো। স্মৃতির অধিনায়কত্ব করার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এই পরিবেশের সঙ্গেও পরিচিত। তাই ওঁ অধিনায়ক হওয়ার দৌড়ে আছেই।'


টুর্নামেন্টে বাংলার তিন


মোট ৮৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে এবারের মহিলাদের প্রিমিয়ার লিগ নিলামে। বাংলা থেকেও তিনজন ক্রিকেটারও এই ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন।। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ। হাতিমোড়ের বাসিন্দা রিচা কিছুদিন আগে হাওয়া অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলেরও সদস্য ছিলেন। স্মৃতির মতো তিনিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন। তাঁকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে আরসিবি। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ২০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিচা। 


বাংলার আরেক কন্যা। অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা তিতাস সাধু। হুগলির চুঁচুড়ার মেয়ে তিতাস। তিনিও দল পেয়েছেন। তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২৫ লক্ষ টাকা দর উঠেছে এই কিশোরীর জন্য। বিশ্বকাপ জিতে ফেরার পরই জানিয়েছিলেন যে দেশের জার্সিতে খেলতে মরিয়া তিনি। এছাড়াও আইপিএলে সুযোগ পেলে নিজের একশো শতাংশ দেবেন। এবার সেই সুযোগ তিতাসের সামনে। বাংলার আরেক মেয়ে হৃষিতা অবশ্য নিলামে কোনও দল পাননি। এদিকে বাংলার মেয়ে না হলেও বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেন দীপ্তি শর্মা। তিনিও দল পেয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।


আরও পড়ুন: স্বপ্নের ফর্মের সুফল, আইসিসির বিচারে মাসের সেরা হলেন শুভমন