Shubman Gill: একটা গুণ ঝালিয়ে নিলেই কামাল করবেন অধিনায়ক শুভমন গিল, বিরাট ভবিষ্যদ্বাণী প্রাক্তন সতীর্থের
Wriddhiman Saha On Shubman Gill: ঋদ্ধিমানের মতে, শুভমনের বয়স কম আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে লম্বা রেসের ঘোড়া।

সন্দীপ সরকার, কলকাতা: তখনও আইপিএল (IPL 2025) গ্রহে অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) আবির্ভাব হয়নি। সেই থেকে তাঁকে দেখছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। পরে শুভমনের নেতৃত্বে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলেওছেন বাংলার ক্রিকেটার। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শুভমন। অধিনায়ক শুভমন কেমন করবেন? ক্যাপ্টেন গিলের কোন দিকটা ভাল, আর কী কী শিখতে হবে? বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) সার্ভোটেক শিলিগুড়ি স্টাইকার্সের মেন্টর ঋদ্ধিমান খোলামেলা আড্ডায় জানালেন এবিপি আনন্দকে।
২০২২ থেকে ২০২৪ - টানা তিন মরশুম ঋদ্ধিমান আইপিএলে খেলেছেন শুভমনের সঙ্গে। ২০২৪ সালে শুভমনের নেতৃত্বে খেলেছেন গুজরাত টাইটান্সে। অধিনায়ক হিসাবে শুভমনের সাফল্যের কেমন সম্ভাবনা দেখছেন? ঋদ্ধিমান বলছেন, 'ক্রিকেটার হিসাবে শুভমন অসাধারণ। বড় রান করার দক্ষতা রয়েছে। সেটা আগেও করে এসেছে। ঊনিশ-বিশ হতে পারে পারফরম্যান্সে, সেটা ক্রিকেটের অঙ্গ। দলের হয়ে অবদান রাখে। ওর পরিসংখ্যান সেই কথাই বলে। সেই কারণেই নির্বাচক কমিটি ওর ওপর ভরসা রেখেছে।'
ঋদ্ধিমানের মতে, শুভমনের বয়স কম আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে লম্বা রেসের ঘোড়া। ময়দানের পাপালির কথায়, 'ওকে লম্বা সময়ের জন্য অধিনায়ক ভেবেছেন নির্বাচকেরা। আইপিএলে ও নেতৃত্ব দিয়েছে। যত নেতৃত্ব দেবে, তত ধার বাড়বে। আরও ভাল সিদ্ধান্ত নেবে। অনেক সময় অধিনায়ক প্রথম দিনই বুঝতে পারে না কাকে কখন খেলানো উচিত বা বল করানো উচিত। যত অভিজ্ঞতা বাড়বে, তত সেটা শিখে যাবে। ধারাবাহিকতা বাড়বে অভিজ্ঞতার সঙ্গে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা। তবে টেস্টে মোটামুটিভাবে সকলেই জানে কে কখন বল করবে, কে কোথায় ফিল্ডিং করবে। কৌশলগত কিছু সিদ্ধান্ত কেমন নেয়, সেটাই দেখার।'
অধিনায়ক শুভমনকে কোন দিকটা ঘষামাজা করতে হবে? ঋদ্ধিমান বলছেন, 'কিছু সিদ্ধান্ত পক্ষে যাবে, কিছু বিপক্ষে। সেটা স্বাভাবিক। তবে ভাল অধিনায়ক হতে হলে দলের সকলের সঙ্গে ভালভাবে মিশতে হবে। সেই দক্ষতা ওর রয়েছে। আরও ঘষামাজা করে সেটা বাড়াতে হবে।'
দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জেতায় খুশি ঋদ্ধিমান। এক সময় বিরাট কোহলি যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার হিসাবে মেনে নিয়েছিলেন। ঋদ্ধিমান বলছেন, 'দক্ষিণ আফ্রিকা জিতবে, সেটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। তবে ওরা ধারাবাহিকভাবে ভাল খেলছে। আগে বরাবর দেখেছি, বড় টুর্নামেন্টে ভাল খেলেছে ওরা। কিন্তু সেমিফাইনাল বা নক আউট পর্বে হেরে গিয়েছে। এই ট্রফি ওদের ক্রিকেটের জন্য ভাল। পাশাপাশি টেস্টে দু-তিনটি দল নয়, ওদেরও গুরুত্ব দেবে সকলে।'




















