WTC Final: একটা বড় ট্রফি প্রাপ্য ছিল দক্ষিণ আফ্রিকার, ইডেনে বললেন প্রতিপক্ষ শিবিরের কিংবদন্তি
Michael Clarke: টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়া হারায় মন খারাপ মাইকেল ক্লার্কের। যিনি অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন।

সন্দীপ সরকার, কলকাতা: মাত্র কয়েক ঘণ্টা আগে বাইশ গজে তাঁর দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছেন প্রোটিয়ারা। প্যাট কামিন্সদের ৫ উইকেটে হারিয়ে ২৭ বছর পর আইসিসি ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)।
স্বাভাবিকভাবেই মন খারাপ মাইকেল ক্লার্কের। যিনি অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এখন কলকাতায়। বেঙ্গল প্রো টি-২০ লিগে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। শনিবারও হাজির ছিলেন ইডেনে। অস্ট্রেলিয়ার হার নিয়ে ক্লার্ক বললেন, 'এইডেন মারক্রাম ও তেম্বা বাভুমার ধৈর্য্যের কাছে আমরা হেরেছি। ওরা দৃঢ়প্রতিজ্ঞ ছিল ম্যাচটি জেতার জন্য। ক্রিজ় কামড়ে পড়ে ছিল মারক্রাম।'
যদিও অস্ট্রেলিয়া দলের পাশেই দাঁড়াচ্ছেন ক্লার্ক। প্যাট কামিন্সের নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে টেস্টে পারল না। ক্লার্ক বলছেন, 'লর্ডসে অস্ট্রেলিয়াও খারাপ খেলেনি। টেস্টে আমরা আগের বারের চ্যাম্পিয়ন। এ বার ফাইনালিস্ট। দেখতে গেলে এটাও একটা প্রাপ্তি।'
দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি ক্লার্ক। বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার জন্য আমি খুব খুশি। অনেক বছর ধরে ওরা ভাল ক্রিকেট খেলে আসছে। একটা বড় ট্রফি ওদের প্রাপ্য ছিল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ট্রফির কাছে গিয়েও হাতছাড়া হয়। তবে এ বার ওরা ধৈর্য্য হারায়নি। এই ট্রফি ওদের প্রাপ্য ছিল।'
দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ট্রফি জিতেছেন প্রোটিয়ারা। তবে দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফির দৌড় এখানেই শেষ নয়, বরং নতুন সূর্যোদয়ের অপেক্ষা, মনে করিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসী অধিনায়ক তেম্বা বাভুমা। টানা আট টেস্টে জিতে যিনি দলকে টেস্টে বিশ্বসেরা করলেন। তেম্বা বলেছেন, 'আশা করি এটি অনেক ট্রফির মধ্যে একটি। দক্ষিণ আফ্রিকার মানুষকে উৎসব করার আরও মুহূর্ত উপহার দেব।'
An Ultimate Test for the ages 🤩
— ICC (@ICC) June 14, 2025
South Africa put on an inspirational display to overcome the Australia challenge and win the #WTC25 Final 🏆
Full match highlights ➡️ https://t.co/WVQmXHGe3N
কাগিসো রাবাডার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তেম্বা। বলেছেন, 'কেজি একজন বিশাল খেলোয়াড়। কয়েক বছরের মধ্যে ও আইসিসি হল অফ ফেমে থাকবে। কয়েকদিন আগে বিতর্কের মধ্যে জড়িয়েছিল। কিন্তু সে যা হওয়ার হয়েছে।'




















