লন্ডন: আইপিএলেই দুর্দান্ত ফর্মে ছিলেন। দুটো সেঞ্চুরিও হাঁকিয়েছেন। এখনও যে বিশ্ব ক্রিকেটকে শাসন করার ক্ষমতা রাখেন ব্য়াট দিয়ে, তার জানান দিয়ে দিয়েছেন বিরাট কোহলি। আর টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামার আগে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে গেমপ্ল্য়ান সাজানো শুরু করে দিয়েছেন অজি ক্রিকেটাররাও। আইসিসির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে যে অজিরা বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন?


 






অজি অধিনায়ক প্য়াট কামিন্স বলছেন, ''বিরাট একজন দুর্দান্ত মানের প্লেয়ার। সবসময়ের লড়াই করার জন্য তৈরি থাকে।'' তারকা ব্যাটার ও প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলছেন, ''বিরাট একজন সুপারস্টার। আমাদের বিরুদ্ধে প্রচুর রান করছে। আমাদের বিরুদ্ধে রান করতে ও ভালবাসে। আশা করি যে আগামী সপ্তাহটা ওর ব্যাট থেকে বেশি রান আসবে না।'' ডেভিড ওয়ার্নার বলছেন, ''বিরাটের অসাধারণ কভার ড্রাইভের কোনও তুলনা হয় না।'' টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার মার্নাস লাবুশেন বলছেন, ''বিশ্বের সেরা ব্যাটার। তিন ফর্ম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার। তবে আশা করি ফাইনালে ওর ব্য়াট যেন না চলে।''


অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বলছেন, ''ম্যান অফ ইন্ডিয়া।'' অন্যদিকে মিচেল স্টার্ক বলছেন, ''অত্যন্ত স্কিলফুল। মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড।''


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৪টি টেস্ট খেলে ৪৮.২৬ গড়ে ১৯৭৯ রান করেছেন বিরাট কোহলি। আটটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ ১৮৬। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে অজিদের বিরুদ্ধে বিরাট ৯২ ম্যাচে ৪৯৪৫ রান হাঁকিয়েছেন। গড় ৫০.৯৭। মোট ১৬টি সেঞ্চুরি ও ২৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন কিংগ কোহলি। 


কবে অবসর নিচ্ছেন ওয়ার্নার?


 অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইদানীং তাঁর মতানৈক্য দেখা দিচ্ছে। এবার টেস্ট থেকে অবসরের চিন্তাভাবনা করছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সব কিছু ঠিকঠাক চললে আগামী গ্রীষ্মেই শেষবারের মতো টেস্টে দেখা যাবে ওয়ার্নারকে।


আপাতত ইংল্যান্ডে রয়েছেন ওয়ার্নার। ওভালে ৭-১১ জুন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন। তারই প্রস্তুতি সারছেন। সেই ম্যাচের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ খেলবেন। তারপর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে।


তবে ৩৬ বছরের তারকা জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিতে চান।