লিসবন: শনিবার রাতে পর্তুগালের হয়ে নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রক্তাক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।ম্যাচের ১৩ মিনিটে হেড করার জন্য লাফানোর সময়, বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে নাক ফাটে CR-7-এর। রক্তক্ষরণ শুরু হওয়ায় মাঠেই শুয়ে পড়েন পর্তুগিজ তারকা। ছুটে আসে মেডিক্যাল টিম। সাইডলাইনে নিয়ে গিয়ে প্রাথমিক শুশ্রুষার পর, চোট পাওয়া জায়গায় ব্যান্ডেড লাগিয়ে মাঠে ফেরেন রোনাল্ডো। চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে নাকে চোট নিয়েও দলের চতুর্থ গোলের অ্যাসিস্ট করেন।


কী বললেন রোনাল্ডো?


পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে সম্প্রতি পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরই তিনি বলেন, ''আমার সফর এখনই শেষ হয়নি। আমি বিশ্বকাপ ও ইউরো কাপে অংশ নিতে চাই। আমি এখনও মোটিভেটেড। আমার প্রত্যাশাও আরও উচ্চ।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ১৮৯টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ১০টি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি এখনও পর্যন্ত। ইরানের আলি দায়িকে টেক্কা দিয়ে এই মুহূর্তে বিশ্ব ফুটলে সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো। 


কিছুদিন আগে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোল পূর্ণ করলেন তিনি। এই মুহূর্তে তিনি ৮০১ গোলের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবল সম্রাট পেলে। তিনি ৭৬৫ গোলের মালিক। তৃতীয় স্থানে রয়েছেন মেসি। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৬ গোল। কিছুদিন আগেই সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জিতেছেন মেসি। এবার রোনাল্ডোও নতুন নজির গড়েছিলেন।


বয়স ৩৭ পার করেছে, তাও বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম অবশ্যই থাকবে। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামলেও, এখনও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ অধিনায়ক। তাঁর পারফরম্যান্সের ওপর পর্তুগাল এখনও নির্ভরশীল।


টুর্নামেন্টের সাম্প্রতিক সময়ের রীতি বজায় রেখে তাই কাতারকে প্রথম ম্যাচ খেলানোর বিষয়ে জল্পনা কল্পনা চলছিলই। তবে বিশ্বকাপের দিনক্ষণ সরকারিভাবে এগিয়ে আনার জন্য ফিফা কাউন্সিলের তরফে এই বিষয়ে সম্মতি দেওয়ার প্রয়োজন। সেই কাউন্সিলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সমস্ত মহাদেশীয় সংস্থার প্রধানরাও রয়েছেন। অবশেষে অনুমতি মিলল। ফিফা কাউন্সিল এবং সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরে ২১ নভেম্বরের বদলে রবিবার ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।