রিয়াধ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মহাদেশ বদলেছে তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগে দলকে জিতিয়েই চলেছেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) জোড়া গোল করে আল নাসরকে (Al Nassr) জয় এনে দিলেন রোনাল্ডো। ৪-৩ স্কোরলাইনে কাতারের আল দুহেলকে (Al Duhail) হারাল তাঁর দল।
ম্যাচের ২৫তম মিনিটে অ্যান্ডরসন তালিস্কা আল নাসরের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন। রোনাল্ডোর সুন্দর ব্যাক হিল পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আল নাসর। তবে প্রথম ৪৫ মিনিটে মাত্র একটি গোল হলেও, দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। দুই দল মোট ছয়টি গোল করে দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে সাদিও মানে আল নাসরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি পান রোনাল্ডো। তবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায় তাঁর দ্বিতীয় গোলটি নিয়ে। ম্যাচের ৮১ মিনিটে রোনাল্ডো সুলতান আল ঘন্নামের পাস থেকে নিজের বাঁ পায়ে দুরন্ত এক ভলিতে গোল করেন। নির্ধারিত সময়ের নয় মিনিট বাকি থাকতে রোনাল্ডোর এই গোলটিই ম্যাচে আল নাসরের জয় কার্যত নিশ্চিত করে দেয়। অবশ্য এই গোলের আগে আল দুহেল ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়।
৩-০ পিছিয়ে যাওয়ার ছয় মিনিট পরেই জোড়া গোলে দুরন্তভাবে লড়াইয়ে ফেরে আল দুহেল। ইসমাইল মহম্মদ ৬৩ ও আলময়েজ় আলি ৬৭ মিনিটে দুহেলের হয়ে গোল করে স্কোরলাইন ৩-২ করে দেন। চলতে থাকা হাড্ডাহাড্ডি লড়াই। এমন পরিস্থিতিতে রোনাল্ডোর গোল তাঁর দলকে আশ্বস্ত করে। তবে তা ছিল মাত্র মিনিট চারেকের আশ্বাস। মাইকেল ওলুঙ্গা ৮৫ মিনিটে দুহেলের হয়ে গোল করে ফের একবার আল নাসর সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে তোলেন। তবে শেষমেশ হারতেই হল তাঁদের। এই জয় মিলিয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ 'ই'-র শীর্ষে রয়েছে আল নাসর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial