আল নাসের: পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে চলতি মরসুমে পেনাল্টি থেকে নিজের পঞ্চম গোল করেন সি আর সেভেন। এই জয়ের সঙ্গে সঙ্গেই সৌদি প্রো লিগে খেতাবি লড়াইয়ে এখনও টিকে থাকল আল নাসের। আল তাইয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের। এই জয়ের ফলে লিগে শীর্ষে থাকা আল এতিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কিছুটা কমিয়ে আনল আল নাসের। আল এতিহাদের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। নিজদের গত ম্যাচে আল হিলালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল আল ইতিহাদ। তাই আল নাসেরের কাছে সুযোগ চলে আসে। সেই সুযোগকে কাজে লাগালেন রোনাল্ডো ও তালিস্কা। তারা গোল করে দলকে জয় এনে দিলেন। ৫২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ৮০ মিনিটের মাথায় তালিস্কা আল নাসেরের হয়ে দ্বিতীয় গোল করেন।


২৭ ম্যাচ শেষে আল ইতিহাদের পয়েন্ট এখন ৬৩। সমান ম্যাচ খেলে আল নাসরের পয়েন্ট ৬০। লিগে এখনও ৩টি ম্যাচ বাকি। আগের ম্যাচে গোল না পেলেও এদিনের ম্যাচে রোনাল্ডোই প্রথম ত্রাতা হিসেবে দেখা দেন আল নাসেরের হয়ে। 


চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান


 শেষবার ২০১০ সালে ফাইনালে উঠেছিল দলটি। এরপর ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League Final) ফাইনালে ফের জায়গা করে নিল ইন্টার মিলান (inter Milan)। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। আগামী ১১ জুন ফাইনালে খেলতে নামবে ইন্টার। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইতালির ক্লাবটি। 


আগামী ১০ জুন ইস্তাম্বুলে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে ইন্টার মিলান মুখোমুখি হবে হয় রিয়াল মাদ্রিদের নয়ত ম্যান সিটির। তিনবারের চ্যম্পিয়ন্স লিগ খেতাব জয়ী ইন্টার মিলান বায়ার্ন মিউনিখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ইন্টারের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। রোমেলু লুকাকুর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ এক শটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। সেমিফাইনালের প্রথম লেগ ছিল এসি মিলানের ‘হোম’ ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে জিতে এগিয়ে গিয়েছিল ইন্টার। একই মাঠে আজ নিজেদের ‘হোম’ ম্যাচে সিমোন ইনজাগির দল এতটা দাপট দেখাতে না পারলেও আসল কাজটা ঠিকই করে গেছে, রক্ষণ সামলেছে দারুণভাবে। এসি মিলানের হয়ে থিও হার্নান্ডেজ অল্পের জন্য গোলের সুযোগ মিস করেন। তাঁর শট বারের ওপর দিয়ে চলে যায়।