বার্মিংহাম: মহিলাদের ৬০ কেজি বিভাগের (লাইটওয়েট) সেমিফাইনালে পরাজিত হলেন জেসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboriya)। ইংল্যান্ডের গেম্মা পেইজ রিচার্ডসনের বিরুদ্ধে পরাজিত হলেন ভারতীয় বক্সার।


হতাশ করলেন জেসমিন


প্রথম রাউন্ডেই ইংরেজ বক্সারের কয়েকটি ঘুষি সঠিক ঠিকানায় থাকায় স্পিল্ট সিদ্ধান্তে পিছিয়ে পড়েন জেসমিন। দ্বিতীয় রাউন্ডেও একই ছবি। তিন বিচারক তাঁর বিরুদ্ধেই সিদ্ধান্ত দেন। তৃতীয় রাউন্ডে কামব্যাক করতে হলে আগ্রাসী মেজাজে শুরু থেকেই বক্সিং করতে হত ভারতীয়কে। তবে তিনি তা পারেননি। ফলে ২-৩ ম্যাচ হারেন জেসমিন। এই পরাজয়ের ফলে শেষমেশ ব্রোঞ্জ পদকই জুটল তাঁর কপালে। অবশ্য জেসমিন হতাশ করলেও, নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন দুই বক্সার অমিত পাংহাল ও নীতু।


পদক নিশ্চিত নীতু, অমিতের


পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে জাম্বিয়ার প্যাট্রিক চাইনেম্বাকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সার। কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু। তিনিও নিজের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন। এর জেরে আজই বক্সিংয়ে ভারতের হয়ে জোড়া পদক নিশ্চিত হয়ে গেল।


লন বলে ইতিহাস ভারতীয় পুরুষ দলের। পুরুষদের ফোরস ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কাছে হেরে গেলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনার স্বপ্ন হয়তো অধরা থাকল। কিন্তু রুপো পেল ভারত। লন বলে ভারতীয় পুরুষ দলের প্রথম পদক। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন সুনীল বাহাদুর (লিড), নভনীত সিংহ (সেকেন্ড), চন্দন কুমার সিংহ (থার্ড) ও দীনেশ কুমার (স্কিপ)। এবারের কমনওয়েলথ গেমসে  লন বলে এটা ভারতের দ্বিতীয় পদক। ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ড ১৮-৫ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে শেষবার লন বলে সোনা জিতেছিল নর্দার্ন আয়ার্ল্যান্ড। এরপর ফের সোনা জিতল এবার।


আরও পড়ুন: প্রথম সোনা জয়ের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু, পিছিয়ে পড়েও পৌঁছলেন সেমিফাইনালে