বার্মিংহাম: এবারের কমনওয়েলথ গেমসে ভারত এখনও পর্যন্ত পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আজ প্রতিযোগীতার শেষ দিন। ভারত এরমধ্যেই ১৮টি সোনা ঝুলিতে পুরে নিয়েছে। এছাড়াও ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫৫টি পদক জিতেছে ভারত। আজও আরও কয়েকটি সোনা জয়ের সুযোগ রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেমসে আজ শেষ দিনে কোন কোন ইভেন্টে নামছেন ভারতীয় অ্যাথলিটরা -


কমনওয়েলথের শেষ দিনে ভারতের সূচি -


ব্যাডমিন্টন


মহিলাদের সিঙ্গলসের ফাইনালে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১.২০-এ


পুরুষদের সিঙ্গলস ম্যাচে নামবেন লক্ষ্য সেন। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২.১০-এ


পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ- চিরাগ শেট্টি জুটি সোনা জয়ের লক্ষ্য খেলতে নামবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টা


টেবিল টেনিস


পুরুষদের সিঙ্গলসে ফাইনালে নামবেন শরথ কমল। খেলা শুরু বিকেল ৪.২৫-এ


পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ মেডেল জয়ের লক্ষ্যে নামবেন জি সাথিয়ান। তাঁর খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৩.৩৫-এ


হকি 


সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল। খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫টায়


ইতিমধ্যেই জোড়া পদক জিতেছেন শরথ কমল


চলতি কমনওয়েলথ গেমস এখনও পর্যন্ত জোড়া পদক জিতেছেন শরথ কমল


ডাবলসের পর গতকাল মধ্যরাতে মিক্সড ডাবলসেও পদক জিতেছেন শরথ কমল। সোনা জয়ের লক্ষ্যে শরথরা ফাইনালে আয়োজক ইংল্যান্ডের প্যাডলার জুটি পল ড্রিঙ্কহল ও লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে নেমেছিলেন। ভারতীয় প্যাডলাররা প্রথম গেম ১১-৮ স্কোরালাইনে জিতে গেলেও, ৮-১১ ও ৩-১১ স্কোরলাইনে পরের দুই গেম হারেন। কিন্তু হাল ছাড়েননি শরথরা। চতুর্থ গেমে দুরন্তভাবে কামব্যাক ঘটিয়ে ১১-৭ গেম জিতে নেন তাঁরা। ম্যাচে ২-২ সমতায়ও ফেরেন। তবে শেষ গেমে পারলেন না শরথরা। ৪-১১ হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। 


মিক্স ডাবলসে মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিনকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে হারিয়ে সোনা জয় শরথ কমল ও শ্রীজা আকুলা জুটির।


আরও পড়ুন: মধ্যরাতে মিক্সড ডাবলসে সোনা জয় শরথ কমল-শ্রীজা আকুলা জুটির