নয়াদিল্লি: শুক্রবার (৬ অগাস্ট) কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন দিব্যা কাকরান (Divya Kakran)। এরপরেই দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) উদ্দেশ্য করে দিব্যার এক সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ ভাইরাল হয়েছে।


ক্ষোভের প্রকাশ


তিনি কেজরিওয়ালকে তাঁর পদক জেতায় শুভেচ্ছা জানানো জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আমায় পদক জেতায় শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আমি গত ২০ বছর ধরে দিল্লিতে থাকি এবং এখানেই আমি নিজের যাবতীয় অনুশীলন করি। তবে না রাজ্য সরকারের তরফে আমি কোনওরকম কোনও আর্থিক পুরস্কার পেয়েছি, না আমার কোনওরকমভাবে কোনও সহায়তা করা হয়েছে।'


 






এর পরে তিনি আরও কড়া ভাষায় লেখেন, 'আমি আপনার কাছে অনুরোধ করব, দিল্লিতে জন্মগ্রহণ করা কুস্তিগীররা অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও তাদের যেমনভাবে সম্মান জানানো হয়, আমায় যেন অন্তত সেইটুকু সম্মান দেওয়া হয়।' দিব্যা অভিযোগ করেন চার বছর আগেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে সহায়তার বিষয়ে যোগাযোগ করেছিলেন। তবে তাঁকে সহায়তার আশ্বাস দেওয়া সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। কোনওরকম মদত পাননি তিনি। এর জেরে যে দিব্যা ভীষণই হতাশ, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই বোঝা যায়।


ধারাবাহিক সাফল্য


দিব্যা শুধু বার্মিংহামে এবারের সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসেই পদক জেতেননি, তাঁর সাফল্যের তালিকা কিন্তু বেশ লম্বা। চার বছর আগে, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও দিব্য়া ব্রোঞ্জ পদকই জিতেছিলেন। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা, ২০১৮ সালে এশিয়ান গেমসে ৬৮ কেজি বিভাগে তৃতীয় স্থানে শেষ করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। সুতরাং, বহু বছর ধরেই যে তিনি ভারতের মুখ উজ্জ্বল করছেন, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন: চতুর্থ ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া, ফিরে দেখা বার্মিংহাম কমনওয়েলথের পদক তালিকা