লন্ডন:  এর থেকে ভাল দিন ওঁদের ২ জনের কাছে আর বোধহয় হতে পারত না। উইম্বলডনের ফাইনাল (Wimbledopn Final)। নোভাক জকোভিচ (Novak Djokovic) এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু এটা তো অনেকটা প্রত্যাশিতই ছিল। তবে ম্যাচ জয়ের পর যা হল, তা বোধহয় অল ইংল্য়ান্ড কোর্টে স্মরণীয় হয়ে থেকে যাবে। কিছুক্ষণ আগেই যেই মঞ্চ ছিল লড়াইয়ের, তা মুহূর্তে হয়ে উঠল ভালবাসার। যেই ভালবাসার গল্পেও নায়ক নোভাক জকোভিচ। কিন্তু হঠাৎ? 


স্ত্রী জেলেনাকে বিশেষ দিনে বিশেষ উপহার


গতকাল ১০ জুলাই ছিল উইম্বলডনের ফাইনাল। কিন্তু এই দিনটি নোভাক জকোভিচ ও তাঁর স্ত্রী জেলেনা জকোভিচের জীবনে আরও একটি বিশেষ কারণে স্পেশাল। আসলে ২০১৪ সালে এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। ২০০৫ সাল থেকে যে প্রেমের সূত্রপাত হয়েছিল, তা পরিণতি পেয়েছিল এই দিনেই। নিক কিরিয়সের বিরুদ্ধে জয়ের পর পর ভিক্ট্রি স্পিচে জকোভিচকে বিবাহ বার্ষিকী ও তাঁর সেলিব্রেশনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনই স্ট্যান্ডে উপস্থিত স্ত্রী জেলেনার দিকে তাকিয়ে জোকার বলেন, ''হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং''। সেখানে তিনি তাঁর ছোট্ট মেয়ে তারাকে দেখে যদিও অবাক হয়ে গিয়েছিলেন। মেয়ের দিকেও ভালবাসা ছুড়ে দেন তিনি। পরে বলেন, ''ওর বয়স মাত্র পাঁচ বছর। এখনও পর্যন্ত লাইভ ম্য়াচ দেখার অনুমতি পায়নি ও। পরের বছর যদি ওর আগ্রহ থাকে, যা সাধারণত ওর মধ্যে দেখতে পাই না (মুখে হাসি), তাহলে ও কোর্টে এসে দেখতে পাবে যে ওর বাবা লাইভ খেলছে।''


২১ তম গ্র্যান্ডস্লাম জয় নোভাকের


অপ্রতিরোধ্য ! ফের উইম্বলডন জয় নোভাক জকোভিচের। চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স-কে পরাস্ত করলেন জোকার। এই জয়ের সঙ্গে সঙ্গে কেরিয়ারের সপ্তম উইম্বলডন খেতাব জিতে নিলেন নোভাক।


আজ ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েও প্রত্যাবর্তন করেন এই কিংবদন্তি। জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। এটা কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্লাম জোকারের। তাঁর সামনে এখন শুধু নাদাল। যাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম। তবে, রজার ফেডেরারে থেকে একটি গ্র্যান্ডস্লাম বেশি জোকারের।