IPL Final Score, DC vs SRH: দিল্লিকে ১৫ রানে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় হায়দরাবাদের
আজ আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লির সঙ্গে সবার নীচে থাকা হায়দরাবাদের লড়াই।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
29 Sep 2020 11:37 PM
হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন রশিদ খান। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন টি নটরাজন ও খলিল আহমেদ।
দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শিখর ধবন। ঋষভ পন্থ ২৮ ও শিরমন হেটমায়ার ২১ রান করেন। অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ১৭ রান। কাগিসো রাবাডা ১৫ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেটে ১৪৭ রান করেই থেমে গেল দিল্লি।
দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, আজই চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ হারল দিল্লি।
2nd Innings, Delhi Capitals: ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৪৭/৭। ১৫ রানে জয় সানরাইজার্স হায়দরাবাদের।
2nd Innings, Delhi Capitals: ১৯ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩৫/৬। অক্ষর ৫, রাবাডা ৬।
১১ রান করে টি নটরাজনের বলে এলবিডব্লু হয়ে গেলেন মার্কাস স্টোইনিস।
2nd Innings, Delhi Capitals: ১৮ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২৬/৬। অক্ষর ৩, রাবাডা ০।
2nd Innings, Delhi Capitals: ১৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৯/৫। স্টোইনিস ৬, অক্ষর ১।
রশিদ খানের তৃতীয় শিকার হলেন ঋষভ পন্থ। ২৮ রান করে আউট হয়ে হয়ে গেলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ৫ উইকেট হারিয়ে চাপে দিল্লি।
2nd Innings, Delhi Capitals: ১৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৪/৪। পন্থ ২৭, স্টোইনিস ৪।
১২ বলে ২১ রান করে ভুবনেশ্বর কুমারের বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শিমরন হেটমায়ার। ১০৪ রানে ৪ উইকেট হারাল দিল্লি। এখন জয়ের জন্য দরকার ২৯ বলে ৫৯ রান।
2nd Innings, Delhi Capitals: ১৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১০৪/৩। পন্থ ২২, হেটমায়ার ২১।
2nd Innings, Delhi Capitals: ১৪ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮৮/৩। পন্থ ২২, হেটমায়ার ৬।
2nd Innings, Delhi Capitals: ১৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭৮/৩। পন্থ ২০, হেটমায়ার ৩।
2nd Innings, Delhi Capitals: ১২ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৬৩/৩। পন্থ ৭, হেটমায়ার ১।
রশিদ খানের দ্বিতীয় শিকার শিখর ধবন। ৩৪ রান করে আউট হয়ে গেলেন ধবন। ৬২ রানে ৩ উইকেট হারাল দিল্লি।
2nd Innings, Delhi Capitals: ১১ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৬০/২। ধবন ৩২, পন্থ ৬।
2nd Innings, Delhi Capitals: ১০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫৩/২। ধবন ২৯, পন্থ ৩।
2nd Innings, Delhi Capitals: ৯ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪৮/২। ধবন ২৪, পন্থ ৩।
৮ নম্বর ওভারে প্রথম বল করতে এসেই দ্বিতীয় বলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ারকে (১৭) ফেরালেন রশিদ খান।
2nd Innings, Delhi Capitals: ৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪২/১। ধবন ২১, শ্রেয়স ১৭।
2nd Innings, Delhi Capitals: ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৪/১। ধবন ১৮, শ্রেয়স ১৪।
2nd Innings, Delhi Capitals: ৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২৭/১। ধবন ১৭, শ্রেয়স ৮।
2nd Innings, Delhi Capitals: ৪ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫/১। ধবন ১২, শ্রেয়স ১।
2nd Innings, Delhi Capitals: তৃতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১০/১। ধবন ৭, শ্রেয়স ১।
2nd Innings, Delhi Capitals: দ্বিতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫/১। ধবন ২, শ্রেয়স ১।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন খলিল আহমেদ। তাঁর ওভারে উঠল ৩ রান।
2nd Innings, Delhi Capitals: প্রথম ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২/১। ধবন ০, শ্রেয়স ০।
মাত্র ২ রান করে ভুবনেশ্বর কুমারের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন পৃথ্বী শ। প্রথম ওভারেই উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নামলেন পৃথ্বী শ ও শিখর ধবন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ভুবনেশ্বর কুমার।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাডা। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করল সানরাইজার্স হায়দরাবাদ। সর্বোচ্চ ৫৩ রান করলেন জনি বেয়ারস্টো। অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন ৪৫ রান। আজ এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামা কেন উইলিয়ামসন করেন ৪১ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ২০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৬২/৪। সামাদ ১২, অভিষেক ১।
২৬ বলে ৪১ রান করে রাবাডার বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কেন উইলিয়ামসন।
1st Innings, Sunrisers Hyderabad: ১৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৫৮/৩। উইলিয়ামসন ৪১, সামাদ ১১।
1st Innings, Sunrisers Hyderabad: ১৮ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৪৫/৩। উইলিয়ামসন ৩৯, সামাদ ০।
৪৮ বলে ৫৩ রান করে রাবাডার বলে আউট বেয়ারস্টো। ১৪৪ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ।
1st Innings, Sunrisers Hyderabad: ১৭ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৪০/২। বেয়ারস্টো ৪৯, উইলিয়ামসন ৩৭।
1st Innings, Sunrisers Hyderabad: ১৬ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১২৮/২। বেয়ারস্টো ৪৭, উইলিয়ামসন ২৮।
1st Innings, Sunrisers Hyderabad: ১৫ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১১৭/২। বেয়ারস্টো ৪৬, উইলিয়ামসন ১৮।
1st Innings, Sunrisers Hyderabad: ১৪ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১০৮/২। বেয়ারস্টো ৪৪, উইলিয়ামসন ১১।
1st Innings, Sunrisers Hyderabad: ১২ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯৪/২। বেয়ারস্টো ৪০, উইলিয়ামসন ১।
1st Innings, Sunrisers Hyderabad: ১১ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯১/১। বেয়ারস্টো ৩৮, মণীশ ৩।
1st Innings, Sunrisers Hyderabad: ১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৮২/১। বেয়ারস্টো ৩২, মণীশ ১।
৪৫ রান করে অমিত মিশ্রর বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৭৭ রানে প্রথম উইকেট হারাল হায়দরাবাদ।
1st Innings, Sunrisers Hyderabad: ৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৭৩/০। ওয়ার্নার ৪১, বেয়ারস্টো ২৮।
1st Innings, Sunrisers Hyderabad: ৮ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫৯/০। ওয়ার্নার ৩৩, বেয়ারস্টো ২৪।
1st Innings, Sunrisers Hyderabad: ৭ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫১/০। ওয়ার্নার ৩২, বেয়ারস্টো ১৮।
1st Innings, Sunrisers Hyderabad: ৬ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৩৮/০। ওয়ার্নার ২৭, বেয়ারস্টো ৯।
1st Innings, Sunrisers Hyderabad: ৫ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২৪/০। ওয়ার্নার ১৫, বেয়ারস্টো ৮।
ফের বোলিং পরিবর্তন। দিল্লির হয়ে পঞ্চম ওভারে বোলিং করতে এলেন মার্কাস স্টোইনিস। তাঁর ওভারে উঠল ৪ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ৪ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২০/০। ওয়ার্নার ১৩, বেয়ারস্টো ৭।
বোলিং পরিবর্তন। দিল্লির হয়ে চতুর্থ ওভারে বোলিং করতে এলেন অ্যানরিক নর্জে। তাঁর ওভারে উঠল ৩ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ৩ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৭/০। ওয়ার্নার ১১, বেয়ারস্টো ৬।
দিল্লির হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন কাগিসো রাবাডা। তাঁর ওভারে উঠল ৫ রান।
1st Innings, Sunrisers Hyderabad: দ্বিতীয় ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৪/০। ওয়ার্নার ৯, বেয়ারস্টো ৫।
1st Innings, Sunrisers Hyderabad: প্রথম ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯/০। ওয়ার্নার ৪, বেয়ারস্টো ৫।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ইশান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ দলে দু’টি বদল হয়েছে। বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে দলে এসেছেন আবদুল সামাদ। মহম্মদ নবির বদলে দলে এসেছেন কেন উইলিয়ামসন।
দিল্লি ক্যাপিটালস দলে আজ একটি বদল হয়েছে। আবেশ খানের বদলে দলে এসেছেন ইশান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, আবদুল সামাদ, অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও টি নটরাজন।
দিল্লি ক্যাপিটালস দল- পৃথ্বী শ, শিখর ধবন, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার (অধিনায়ক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা ও অ্যানরিক নর্জে।
প্রেক্ষাপট
আবু ধাবি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। ফলে প্রথমে ব্যাটিং করছে হায়দরাবাদ। আজ এবারের আইপিএল-এ দুই দলেরই তৃতীয় ম্যাচ। আজ জিতে এগিয়ে যাওয়াই দিল্লির লক্ষ্য। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে চায় হায়দরাবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -