আমদাবাদ: শেষ চারের সম্ভাবনা ক্ষীণ ছিলই। এবার সেই আশা আজকের পর পুরোপুরি শেষ হয়ে গেল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ (World Cup 2023) থেকে বিদায়ঘণ্টা বেজে গেল পাকাপাকিভাবে। বাটলারদের ৩৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। আমদাবাদে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল ক্যাঙ্গারু বাহিনী। ২৮৭ রান তাড়া করতে নেমে ২৫৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড।
২৮৭ রানের লক্ষ্যমাত্রা। ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংসের প্রথম বলেই স্টার্কের শিকার হয়ে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্টো। চলতি বিশ্বকাপে খারাপ ফর্ম অব্যাহত ডানহাতি ইংলিশ ব্য়াটারের। তবে মালান এদিন অর্ধশতরান পূরণ করেন। ৫০ রান করেই যদিও কামিন্সের বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে। জো রুট ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এদিন রান পেয়েছেন বেন স্টোকস। তিনি ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। বাটলারও এদিন রান পাননি। ১ রান করে আউট হন তিনি। লোয়ার অর্ডারে মঈন আলি ও ক্রিস ওকস কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। মঈন আলি ৪২ ও ক্রিস ওকস ৩২ রান করেন।
অজি বােলারদের মধ্যে ২টো করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স। তবে সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। ১০ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। স্টোইনিস ১ উইকেট নেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নিজেরা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে এখনও সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে ফর্মে থাকা ওয়ার্নার ও হেড নেমেছিলেন। কিন্তু দুজনের কেউই রান পাননি। বাঁহাতি অজি ওপেনার ওয়ার্নার ১৫ ও হেড ১১ রান করেন। তবে দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। এদিন ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। অর্ধশতরানের কাছে পৌঁছেও তা করতে ব্যর্থ হন প্রাক্তন অজি অধিনায়ক। অন্যদিকে লাবুশেন ৮৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন। মোট ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। এদিন গ্লেন ম্যাক্সওয়েল খেলেননি। চোটের জন্য তিনি একাদশের বাইরে ছিলেন। তাঁর বদলে দলে এসেছিলেন ক্যামেরন গ্রিন। তিনি গুরুত্বপূর্ণ ৪৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি হাঁকান দীর্ঘকায় অজি অলরাউন্ডর। মার্কাস স্টোইনিস ৩৫ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে কামিন্সকে সঙ্গে দলের স্কোর বোর্ড টেনে নিয়ে যান জাম্পা। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের সামনে চলতি বিশ্বকাপে ত্রাস হয়ে উঠেছেন। এদিন ব্যাট হাতেও নিজের দক্ষতার পরিচয় দেন অজি লেগি। ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর তিনশোর কাছাকাছি পৌঁছে দেন জাম্পা।