মীরপুর: সিনিয়রদের পর এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল। আজ ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে গুঁড়িয়ে দিল ভারতীয় দল। ভারতের ৬ উইকেটে ৩০৩ রানে জবাবে ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।
ভারতের ইনিংসের সূচনাটা দুর্দান্ত করেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (৮৫) ও অনুজ রাওয়াত (৫৭)। তাঁদের জুটিতে যোগ হয় ১২১ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন আয়ুশ বাদোনি (২৮ বলে ৫২) ও এই ম্যাচে ভারতের অধিনায়ক প্রভ সিমরন (৩৭ বলে ৬৫)। তাঁরা মাত্র ৯.১ ওভারে ১১০ রান যোগ করেন।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নিশান মধুষ্কা (৪৯), নভোদ পরানাভিথানা (৪৮) ও পসিন্দু সূর্যবন্দারা (৩১) ছাড়া আর কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন বাঁ হাতি স্পিনার হর্ষ ত্যাগী। তিনি ৩৮ রান দিয়ে ৬ উইকেট নেন।
শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
07 Oct 2018 08:08 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -