নয়াদিল্লি: কুস্তিগির সাগর রানা খুনের মামলায় অলিম্পিয়ান সুশীল কুমার সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হল দিল্লির একটি আদালতে। চার্জে নাম রয়েছে দুই পলাতক অভিযুক্তেরও। ২০২১ সালের ২ জুন থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সুশীল। এবার আরও ১৭ জনের নাম সামনে এল। উল্লেখ্য, ঘটনার দিন রাতে দিল্লির ছত্রসাল স্টেডিয়াম প্রাঙ্গনে সাগর ও তাঁর ২ বন্ধুকে বেধড়ক মারেন সুশীল। সেই সময় উপস্থিত ছিলেন সুশীলের আরও কয়েকজন সঙ্গী। সাগর মারা গেলেও তাঁর ২ বন্ধু গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যে, এই ঘটনার সঙ্গে অজয়, প্রিন্স দালাল, সোনু, সাগর, অমিত এবং অন্যরা জড়িত ছিল। সুশীলদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, হাঙ্গামা, অবৈধ জমায়েত, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি অভিযোগে চার্জ গঠন করেছে সেই আদালত।
ছত্রশাল স্টেডিয়ামে কুস্তিগীরের হত্যার মামলায় গ্রেফতার হন দেশের হয়ে অলিম্পিক গেমসে পদকজয়ী কুস্তিগীর সুশীল। সুশীল ও তাঁর সঙ্গী অজয় কুমারকে বৃহত্তর দিল্লির মুণ্ডকা এলাকা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, গত ৪ মে ছত্রশাল স্টেডিয়ামে ২৩ বছরের সাগর ধনকড়কে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
ঘটনার দিন গভীর রাতে থানায় ফোন করে জানানো হয়, ছত্রশাল স্টেডিয়ামে দুই ব্যক্তির মধ্যে বচসায় জখম হয়েছেন একজন। আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এছাড়া ওই ঘটনায় আহত হন সাগরের দুই বন্ধু। ঘটনায় নাম জড়ায় সুশীলের।