নয়াদিল্লি: সবাইকে হতবাক করে গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এরমধ্যে জানা গিয়েছে যে, প্রাক্তন অধিনায়কের জন্য একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে প্রস্তুত ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আসন্ন আইপিএল চলাকালে এ ব্যাপারে ধোনির সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
বোর্ডের এই আধিকারিক বলেছেন, আপাতত কোনও আন্তর্জাতিক সিরিজ নেই। হতে পারে আইপিএলের পর আমরা দেখব, তার আয়োজন করা যায় কিনা। কারণ, ধোনিকে দেশের জন্য অনেক কিছু করেছেন এবং এ ধরনের সম্মানের দাবিদার। আমরা বরাবরই তাঁর জন্য বিদায়ী ম্যাচ চেয়েছি। কিন্তু ধোনি তো আলাদা ধরনের খেলোয়াড়। যখন তিনি অবসর ঘোষণা করলেন, তখন এ ব্যাপারটি কেউ ভাবতেও পারেনি।
বিদায়ী ম্যাচের আয়োজন নিয়ে ধোনি কোনও কিছু বলেছেন কিনা, এই প্রশ্নের জবাবে বোর্ডের ওই আধিকারিক বলেছেন, না। কিন্তু আইপিএল চলাকালে নিশ্চিতভাবে আমরা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলব। ম্যাচ বা সিরিজের ব্যাপারে ওর মতামত জানার চেষ্টা করব। তবে তিনি সহমত হোন না না হোন, তাঁকে উপযুক্ত সম্মান প্রদর্শনের আয়োজন করা হবে। তাঁকে সম্মানিত করা আমাদের পক্ষে সম্মানের হবে।
প্রাক্তন ক্রিকেটার মদনলালও ধোনির জন্য বিদায়ী ম্যাচের আয়োজনের প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, বিসিসিআই এ ধরনের ম্যাচ আয়োজন করলে তিনি খুশি হবেন। ধোনি একজন দুরন্ত ক্রিকেটার। এভাবে তাঁকে বিদায় নিতে দেওয়া যায় না। তাঁর অনুরাগীরা মাঠে তাঁকে ফের দেখতে চাইবেন।
২০০৪ এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ একদিনের ম্যাচ, ৯০ টেস্ট ও ৯৮ টি ২০ ম্যাচ খেলেছেন। তাঁর নেতৃত্বে ভারত প্রথম টি ২০ বিশ্বকাপে জয়ী হয়। ২০১১-তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ ও ২০১৩ তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয় ভারত। ২০১০ ও ২০১৬-র এশিয়া কাপেও ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়।
ধোনির জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করবে বিসিসিআই ? সিদ্ধান্ত আইপিএলের পর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 09:43 PM (IST)
সবাইকে হতবাক করে গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এরমধ্যে জানা গিয়েছে যে, প্রাক্তন অধিনায়কের জন্য একটি বিদায়ী ম্যাচের আয়োজন করতে প্রস্তুত ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -