পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়, নানা মহলের লোকজনের আনাগোনার বিরাম নেই। কৈলাস বিজয়বর্গীয় মারফত সৌরভের শারীরিক অবস্থার খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সম্প্রতি যাঁর সঙ্গে দিল্লিতে এক অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে তাঁর থাকা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা চলে এই প্রেক্ষাপটে যে, আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার কথা ভাবছে। যদিও কোনও মহল থেকেই এমন জল্পনার ভিত্তি, সত্যতা স্বীকার করা হয়নি।
এই পরিপ্রেক্ষিতে সৌরভকে নিয়ে ট্যুইট করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ট্যুইট, সৌরভ বাঙ্গালির গর্ব, তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। এমনকী সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে ফোনে কথা বলে তিনি প্রস্তাব দেন, প্রয়োজন হলে দিল্লি নিয়ে গিয়ে চিকিত্সা করা হবে সৌরভের। খরচ দেবে কেন্দ্র। পাশাপাশি বর্তমান রাজ্য-রাজনীতিতে তুমুল জল্পনা, কৌতূহলের কেন্দ্রে থাকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী ট্যুইট করেছেন, সৌরভ গাঙ্গুলির অপারেশন ঠিকমতো হয়েছে, তিনি স্থিতিশীল, সুস্থ হয়ে উঠছেন, এ খবরে স্বস্তি পেলাম। তাঁর ও তাঁর পরিবারের জন্য আমার ভাবনা রয়েছে। তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করি। শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশই নিশ্চিতভাবে তাঁর সুস্বাস্থ্য কামনা করছে।
এদিন উডল্যান্ডসে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রীড়া, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। সৌরভকে নিয়ে ফিরহাদ বলেন, আমাকে দেখে বলল, তুমি আবার কষ্ট করে এলে কেন?
এর খানিকক্ষণ আগে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। উডল্যান্ডসে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দলও এদিন হাসপাতালে যায়।