Durand Cup 2023 Final Live: ম্যাচ উইনার পেত্রাতোস, ১-০ ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ১০ জনের মোহনবাগান

Durand Cup 2023 Final Live Updates: শতাধিক বর্ষের এই চিরপ্রতিদ্বন্দিতার জনপ্রিয়তা যে কোনও দিন কমবে না, তা এই ম্যাচ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে কলকাতার আনাচে কানাচে পাওয়া খণ্ডচিত্রগুলি দেখলেই বোঝা যায়।

ABP Ananda Last Updated: 03 Sep 2023 06:06 PM

প্রেক্ষাপট

বহু কাল পর একটা রক্ত গরম করা ডার্বি দেখার আশায় রয়েছে বাংলার ফুটবলপ্রেমীরা। সপ্তাহ তিনেক আগে যেমন দেখা গিয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানেই ফের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের সর্বকালের...More

East Bengal vs Mohun Bagan Live: ডুরান্ড জয়ী সবুজ মেরুন

শেষ বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। পেত্রাতোসের একমাত্র গোলেই ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট।