কলকাতা: গতকালই ইমামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছাড়া বাঁধার কথা ঘোষণা করা হয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একসঙ্গে ১৩ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার কথা ঘোষণা করা হল লাল হলুদের তরফে।


ভিপি সুহেরের যেমন 'ঘরওয়াপসি' ঘটল. তেমনই অনিকেত যাদব, সৌভিক চক্রবর্তীর মতো গত মরসুমে হায়দরাবাদের হয়ে আইএসএল জেতা তারকাদ্বয়কেও সই করাল ইস্টবেঙ্গল। বুধবার (৩ অগাস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের তরফে। তবে ১৩ জন খেলোয়াড়ের প্রত্যেকেই ভারতীয়।


সই করা খেলোয়াড়দের নামের তালিকা


পবন কুমার- ৩১ বছর বয়সি ভারতীয় গোলকিপার গত মরসুমে জামশেদপুর এফসির হয়ে আইএসএল শিল্ড জিতেছিলেন। কোনও ট্রান্সফার ফি ছাড়াই ফ্রি এজেন্ট হিসাবে তাঁকে সই করানো হয়েছে।


মহম্মদ রাওকিপ- পবনের মতো রাওকিপকেও ফ্রি এজেন্ট হিসাবে সই করানো হয়েছে। তিনি গত মরসুমে মুম্বই সিটিতে ছিলেন। আইএসএলে ৩৯টি ম্যাচ খেলা এই রাইট-ব্যাক ২০-২১ মরসুমে মুম্বইয়ের হয়ে আইএসএল শিল্ড ও খেতাব, দুইই জিতেছিলেন।


সার্থক গলুই- ভারতের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সার্থকের। গত মরসুমে তিনি বেঙ্গালুরু এফসির জার্সিতে খেলেছেন। এবার তাঁকেও ফ্রি এজেন্ট হিসাবে নিয়েছে ইস্টবেঙ্গল।


জেরি লালরিনজুয়ালা- ২০১৬ সালে আইএসএলের সেরা উঠতি তারকার পুরস্কারজয়ী জেরি দীর্ঘ ছয় বছর ছিলেন চেন্নাইয়িনে। ২০১৭-১৮ সালের আইএসএল জয়ী তারকাও পবন কুমারদের মতোই ফ্রি ট্রান্সফার।


সৌভিক চক্রবর্তী- ভারতীয় ফুটবলের চেনা মুখ সৌভিক। গত মরসুমে চ্যাম্পিয়ন হায়দরবাদের হয়ে নিয়মিত খেলতে দেখা গিয়েছে তাঁকে। সৌভিককে সই করায় মাঝমাঠে কিন্তু লাল হলুদ অভিজ্ঞতার অভাব বোধ করবে না।


অনিকেত যাদব- ভারতীয় দলের নিয়মিত সদস্য অনিকেত সম্ভবত গোটা ১৩ জনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সাইনিং। ২১ বছর বয়সি তারকার জন্য হায়দরাবাদকে ট্রান্সফার ফি দেয় লাল হলুদ। তবে সেই ফির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 


অঙ্কিত মুখোপাধ্যায়- গত মরসুমে লাল হলুদ জার্সিতে প্রভাবত করেছিলেন অঙ্কিত। তাঁকে আবারও আসন্ন মরসুমের জন্য চুক্তিবদ্ধ করল ইস্টবেঙ্গল। 


অমরজিৎ সিং- ২০১৭ সালে ভারতীয় অনুর্ধ্ব-১৭ দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন অমরজিৎ। এফসি গোয়া থেকে এই প্রতিভাবান মিডফিল্ডারকে লোনে দলে নিয়েছে লাল হলুদ।


প্রীতম সিংহ- গত মরসুমে অনিকেত, সৌভিকদের মতো তিনিও আইএসএল জয়ী হায়দরাবাদ দলের সদস্য ছিলেন। 


ভিপি সুহের- বেশ কয়েক মরসুম আগেও ইস্টবেঙ্গলের জার্সিতে সুহেরকে খেলতে দেখেছে কলকাতা ময়দান। ট্রান্সফার ফি দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে তাঁর 'ঘরওয়াপসি' করাল ইস্টবেঙ্গল।


এছাড়া মোবাসির রহমান, আঙ্গুসানা, নাওরেম মহেশ সিংহকে সই করিয়েছে লাল হলুদ। বিদেশি কোনও ফুটবলারের নাম এখনও ঘোষণা করা হয়নি। এই ১৩ ফুটবলের নাম দেখলে একটা জিনিস স্পষ্ট। ইস্টবেঙ্গল তারুণ্য এবং আইএসএল জয়ী অভিজ্ঞ খেলোয়াড়দেরই সাফল্যের লক্ষ্যে দলে নিয়েছে। তবে এনারা কেমন পারফর্ম করবেন, তা তো সময়ই বলবে।