কলকাতা: নতুন মরশুম শুরুর আগেই নতুন কোচ নিয়ে এসে দল গঠনে জোর দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East bengal)। এবার ২ স্প্যানিশ ফুটবলারকে দলে নিল লাল হলুদ বাহিনী। জেভিয়ের সিভেরিও সাউল ক্রেসপোকে দল নিল তারা। ফরোয়ার্ড পজিশনে খেলেন সিভেরিও। অন্যদিকে মিডফিল্ডে খেলেন তরুণ সাউল। ২০২১-২২ মরসুমে হায়দরাবাদ এফসি প্রথমবার আইএসএল খেতাব জিতেছিল। সেই ট্রফি জয়ে দলের হয়ে সবচেয়ে বেশি ভূমিকা ছিল জেভিয়েরের। ২৫ বছরের এই তরুণ স্ট্রাইকার স্প্যানিশ দল লাস পালমা বি ছাড়াও আরও দুটো ক্লাবে খেলেছেন। এরপরই আইএসএলে যোগ দেন তিনি। আইএসএলে ৪৫টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মোট ১২টি গোল করেছেন সিভেরিও। গত মরশুমে হায়দরাবাদের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৯টি গোল করেছিলেন এই তরুণ। নতুন ক্লাবে যোগ দিয়ে সিভেরিও জানান, ''আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার। একশো বছরের পুরনো ক্লাবে খেলার সুযোগ পাব। ভারত দুর্দান্ত একটা দেশ। আর এখানে আইএসএলে নিজের পারফর্ম ধরে রাখতে চাই। ক্লাব ও কোচের আমার ওপর যে বিশ্বাস তা বজায় রাখার চেষ্টা করব। আশা করি অনেক গোল করতে পারব। আমি দেখেছি যে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা কতটা প্যাশনেট থাকেন। সল্টলেক স্টেডিয়ামে তাঁদের সামনে খেলার জন্য অপেক্ষা করছি।''


সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন সাউল ক্রেসপো। স্প্যানিশ ক্লাব পনফেরাদিনা, অ্যাথলেটিকো অ্যাস্টরগা ও আরানডিনায় খেলেছেন তিনি। এরপর আইএসএলে খেলতে আসেন। ২৬ বছরের এই তরুণ গত মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ২০৫৪ মিনিট খেলে ৩টি গোল করেছেন, ২টো অ্যাসিস্ট করেছেন ২৬ টি ম্যাচে। ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে চলেছেন। ক্রেসপো বলছেন, ''আমি যখন শুনতে পাই যে ইস্টবেঙ্গল আমাকে নেওয়ার জন্য কথা বলছে, তখন আমি কোনওভাবেই ইতস্তত বােধ করিনি। এই ক্লাবটি ভারতের অন্যতম বড় ক্লাব। দুর্দান্ত ফ্যানবেস রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের। গত বছর কলকাতা ডার্বি দেখেছিলাম। দারুণ অনুভূতি। এই দলের সঙ্গে যোগ দিতে মরিয়া হয়ে রয়েছি। প্রচুর ম্যাচ জেতাতে চাই ক্লাবকে।''


এদিকে, ফের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস ফিরছেন আইএসএলে। মোহনবাগান সুপার জায়ান্টে। শুক্রবার কলকাতার প্রধানের তরফে জানানো হল, হাবাস ফিরছেন ক্লাবে। যা জানাজানি হওয়ার পর থেকে আলোচনা শুরু হয়ে যায়, হুয়ান ফেরান্দোকে কি তবে সরিয়ে দিচ্ছে সবুজ-মেরুন শিবির?