কলকাতা: কন্যাশ্রী কাপে বড় জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল। তারা হারিয়ে দিল বেহালা ঐক্য সম্মীলনীকে। শুধু জয়ই নয়। ক্লাব ফুটবলে রেকর্ড গড়ল ইমামি ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। ৩৫-০ ব্যবধানে তারা জয় পেল। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন গীতা (৩, ২০, ২৭, ৩৯, ৪০), দেবলীনা (৮, ২১, ২৩, ২৯, ৩৫), তনুশ্রী (১৩, ১৮), কবিতা (১৫, ৪৩, ৫০, ৫২, ৭০, ৭৫), বিরসি (৩১), সুস্মিতা (৩২, ৩৬, ৩৮, ৬৭), মৌসুমী (৫৯, ৭৯, ৮১, ৮৫, ৮৬, ৯০), ঐশ্বর্য (৬৯, ৭৭, ৭৯), পিয়ালি (৭৪), সুলঞ্জনা (৭৫, ৮৯)। ক্লাব ফুটবলে এটি নজির। কোনও ম্যাচে একটি দল এত গোল করতে পারেনি। আইএফএ আয়োজিত কোনও প্রতিযোগিতাতেও এক ম্যাচে এত গোল হয়নি।
মাঠ পরিদর্শন
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ কলকাতা। আজ মঙ্গলবারই, ম্যাচের দিন দু'য়েক আগে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে বিনীত গোয়েলের এদিন কিন্তু একা ইডেন পরিবদর্শনে যাননি। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তারাও মাঠের নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন মাঠে পৌঁছন। ম্যাচের দিন খেলোয়াড়দের নিরাপত্তায় যাতে কোনোরকম আপোস না করা হয়, তা নিশ্চিত করাই কলকাতা পুলিশের এই পরিদর্শনের প্রধান লক্ষ্য।
টিকিট বিক্রি শুরু
এই ম্যাচের জন্য রবিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইডেনে ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। আপাতত অবশ্য অনলাইন ও কাউন্টার মিলিয়ে ১৫ হাজার মতো টিকিট বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত সর্বনিম্ন ৬৫০ টাকা ও সর্বাধিক ১৫০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ১০০০ টাকার দামের টিকিটও বিক্রি করা হচ্ছে। ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের কর্তারাও এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ উৎসাহী। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান এই ম্যাচের মাঝে একটি লেজার শোর আয়োজন করা হতে পারে।
এদিকে আজ বর্ষাপাড়়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি তাঁর ওয়ান ডে কেরিয়ারের ৪৫ তম শতরান হাঁকালেন এদিন।