Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘১০০ রানের কমে আউট হতে পারে কোনও দল!’ ভনের বিদ্রুপের মুখের মতো জবাব ভারতীয় সমর্থকদের
এ সবের পর অবশ্য মার্ক ওয়া ও ভনের কোনও জবাব পাওয়া যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এক অনুরাগী বলেছেন, অস্ট্রেলিয়া তো ঘরের মাঠে হেরে গিয়েছে। ভারতের বি-টিমও ঘরের মাঠে যে কোনও দলকে হারিয়ে দেবে।
সম্প্রতি ভারত অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই টেস্ট ও একদিনের সিরিজে হারিয়ে দিয়েছে। বৃষ্টির জন্য টি ২০ সিরিজ খোয়াতে খোয়াতে রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া। ওই সিরিজে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খেলেননি। মার্ক ওয়া তাঁর ট্যুইটে সে প্রসঙ্গেরই উল্লেখ করেছেন। কিন্তু ভারতীয় দলের এক অনুরাগী মার্ক ওয়ার ওই যুক্তিকে কটাক্ষ করে উত্তরে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩-০ হার।
প্রাক্তন অজি ব্যাটসম্যান মার্ক ওয়াও একটি ট্যুইট করে লিখেছেন, কোনও দলের সেরা ব্যাটসম্যান না থাকলে কী অবস্থা হয়, দেখো।
আর এক অনুরাগী লিখেছেন, ইংল্যান্ডের পারফরম্যান্স-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭ রানে অল আউট..নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে অল আউট.. দেখুন তো এসব কে বলছেন।
ভনের ট্যুইটের জবাবে সোশ্যাল মিডিয়াতেই তাঁকে বিঁধেছেন ভারতীয় দলের সমর্থকরা। তাঁরা ভনকে ট্রোল করেছেন। এক অনুরাগী তো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের চলতি সিরিজের প্রসঙ্গ উল্লেখ করে ভনকে একহাত নিয়েছেন। এই সিরিজের একটি ইনিংসে ইংল্যান্ড ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল।
ভন ট্যুইট করেন,ভারত ৯২ রানে অল আউট, ‘এখন কোনও দল ১০০ রানের কমেও আউট হতে পারে বলে বিশ্বাস হয় না’।
আর এদিনের ম্যাচের পরই ভারতীয় দলকে বিদ্রুপ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এর আগেও ভন ভারতীয় দল ও সমর্থকদের সম্পর্কে শ্লেষাত্মক মন্তব্য করেছেন। এবার তাঁর মন্তব্যের জন্য পাল্টা ভারতীয় দলের সমর্থকদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।
এরপর নিউজিল্যান্ড ১৫ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে হারের মুখে পড়তে হল ভারতকে। এই সিরিজে এটাই প্রথম হার ভারতের। হ্যামিলটনের ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে এবং দল মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -