নয়াদিল্লি: কিংস ইলেভেন পঞ্জাবের বিরাটের ক্যাচ মিস ও সুনীল গাওস্করের মন্তব্য ঘিরে বিতর্ক। আইপিএল-এর মরসুমে খেলার চর্চার বাইরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই ঘটনার সমালোচনা। এবার গাওস্করের পাশে দাঁড়িয়ে ফারুক ইঞ্জিনিয়ার বললেন, 'ভারতীয়দের রসবোধের অভাব রয়েছে!'
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বৃহস্পতিবারের ম্যাচে কোহলির অনুশীলনের ঘাটতি নিয়ে আকাশ চোপড়ার সঙ্গে কথা বলছিলেন গাওস্কর। লকডাউনে ভারতীয় অধিনায়কের কেবল স্ত্রী অনুষ্কার বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলনের সুযোগ ছিল, এমন মন্তব্য করেন তিনি। ৩৪ সেকেন্ডের সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এই নিয়েই শুরু হয় তোলপাড়। এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন বিরাট ঘরণীও। পরে ভারতীয় ব্যাটিং কিংবদন্তী গাওস্কর নিজের অবস্থান পরিষ্কার করেন। জানান, তার কথার অন্য অর্থ করা হয়েছে। আর ফারুক মনে করেন, 'ভারতীয়রা রসকষহীন বলেই জল এতো দূর গড়িয়েছে।'
এ দিন ফারুক ইঞ্জিনিয়ার বলেন, “আমাদের, ভারতীয়দের মধ্যে সেন্স অব হিউমারে ঘাটতি রয়েছে। সুনীল যদি সত্যিই অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি সম্পর্কে এমন কথা বলে থাকে, তাহলে সেটা অবশ্যই মজা করে বলেছে। কোনও খারাপ ইঙ্গিত করার জন্য নয়।”
২০১৯ বিশ্বকাপ চলাকালে ভারতীয় নির্বাচকদের অনুষ্কাকে চায়ের কাপ পৌঁছে দিতে দেখেছেন বলেও মন্তব্য করেন ফারুক। ইঞ্জিনিয়ার নিজের যে উদাহরণ দিয়েছেন সেটি গত বিশ্বকাপের কথা। সে সময় তিনি নাকি বলেছিলেন, ইংল্যান্ডে অনুষ্কাকে চা এনে দেওয়াই কাজ ভারতের নির্বাচকদের। বিশ্বকাপের সময়টায় ভারতের ম্যাচগুলো অনুষ্কা ভিআইপি গ্যালারি থেকে দেখতেন। সে সময় ফারুক বলেছিলেন, ‘বিশ্বকাপে এক নির্বাচককে চিনতে পারিনি, তাই জিজ্ঞেস করেছিলাম তুমি কে? কারণ তার গায়ে ভারতের ব্লেজার ছিল। সে বলল সে নাকি একজন নির্বাচক। কিন্তু ওরা শুধু অনুষ্কা শর্মাকে চা এনে দিতেই ব্যস্ত ছিল।’
ষাট ও সত্তর দশকে ভারতের হয়ে ৪৬ টেস্ট খেলা সাবেক এ ক্রিকেটার সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারকে বলেছেন এ নিয়ে, ‘আমাদের, ভারতীয়দের রসবোধের অভাব আছে। অনুষ্কা ও বিরাটকে নিয়ে সুনীল এ কথা বললে তা অবশ্যই রসিকতার সুরে বলেছে, বাজে কোনো ইঙ্গিত করেনি। সুনীল গাভাস্কারকে যত দূর জানি সে মজা করেই এ কথা বলেছে। এমনকি আমার ক্ষেত্রেও লোকে এত গুরুত্ব সহকারে নিয়েছিল যে কারণে অনুষ্কাকেও বিবৃতি দিতে হয়েছিল।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'ভারতীয়দের রসবোধের অভাব রয়েছে', মন্তব্য বিতর্কে গাওস্করের পাশে ফারুক ইঞ্জিনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 11:07 AM (IST)
কিংস ইলেভেন পঞ্জাবের বিরাটের ক্যাচ মিস ও সুনীল গাওস্করের মন্তব্য ঘিরে বিতর্ক। আইপিএল-এর মরসুমে খেলার চর্চার বাইরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই ঘটনার সমালোচনা। এবার গাওস্করের পাশে দাঁড়িয়ে ফারুক ইঞ্জিনিয়ার বললেন, 'ভারতীয়দের রসবোধের অভাব রয়েছে!'
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -