নয়াদিল্লি: গ্রুপ লিগের ব্যর্থতার ছিটেফোঁটাও নেই। পাওয়া গেল সেই চেনা জার্মান দাপট। যাতে খড়কুটোর মত উড়ে গেল কলম্বিয়া। সোমবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কলম্বিয়াকে ৪-০ গোলে উড়িয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি।
জার্মানির হয়ে জোড়া গোল করেন অধিনায়ক জান-ফিয়েতে আর্প। একটি করে গোল করেন ইয়ান বিসেক ও জন ইয়েবোয়া। এদিন কার্যত কলম্বিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে জার্মান দল।
এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিততে পারেনি জার্মানি। তাদের সেরা পারফরম্যান্স ছিল ১৯৮৫ সালে। সেবার রানার্স আপ হয়েছিল তারা।
ম্যাচ জিতে জার্মানি খেলতে আসছে কলকাতায়। তাদের লড়াই আবার ডি গ্রুপের প্রথম স্থানাধীকারী ব্রাজিলের সঙ্গে গ্রুপ ই থেকে তৃতীয় হয়ে ওঠা হন্ডুরাসের ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। হন্ডুরাসকে হারিয়ে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে জার্মানির সঙ্গে তাদের দেখা হচ্ছে কলকাতায়।
যদিও, জার্মান কোচ ক্রিশ্চান উয়েক প্রতিপক্ষ নিয়ে ভাবতে রাজি নন। তিনি জানিয়ে দেন, ব্রাজিল হোক বা হন্ডুরাস। আমরা যে কোনও দলের মুখোমুখি হতে রাজি। তিনি যোগ করেন, এটা ভীষণই উচ্চ-পর্যায়ের টুর্নামেন্ট। ফলে, যে কোনও ফল হতেই পারে। তিনি স্বীকার করে নেন, এদিনই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলা মেলে ধরেছে তাঁর ছেলেরা। তিনি বলেন, আমরা প্রতি ম্যাচে উন্নতি করছি। ইরানের কাছে হারের থেকে শিক্ষা নিয়েছি। আশা করি, পরের ম্যাচে আরও ভাল খেলব।
এদিকে, অন্য ম্যাচে প্যারাগুয়েকে ৫-০ গোলে দুরমুশ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আমেরিকা। এদিন আমেরিকার হয়ে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার টিম উয়ি। একটি করে গোল করেন গোল সার্জেন্ট ও কার্লটনেরও।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: কলম্বিয়াকে চূর্ণ করে কোয়ার্টার ফাইনালে জার্মানি, প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আমেরিকা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2017 11:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -