কলকাতা: মেঘ না চাইতেই জল! রবিবাসরীয় ব্লকবাস্টারের পর ফের বুধবার সাম্বা শো!গুয়াহাটি থেকে ব্রাজিল-ইংল্যান্ড সেমিফাইনাল সরল কলকাতায়।টানা বৃষ্টিতে গুয়াহাটি স্টেডিয়ামের শোচনীয় অবস্থা। পরিস্থিতি খতিয়ে দেখে খুশি নয় ফিফাও। তাই শেষ পর্যন্ত যুবভারতীতে ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ কলকাতায় সরিয়ে আনার সিদ্ধান্ত। বিধাননগর কমিশনারেটকে সোমবার সরকারিভাবে একথা জানিয়ে দিয়েছে ফিফা।
ফিফার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামের অবস্থা অবনতি হয়েছে। ফলে, ব্রাজিল-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের ভেন্যু সেখান থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সরিয়ে আনা হচ্ছে।
২৫ অক্টোবর, বুধবার যুব বিশ্বকাপের ব্রাজিল-ইংল্যান্ড সেমিফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু বিকেল ৫ টায়।
গুয়াহাটিতে থেকে ম্যাচ কলকাতায়। হাতে মাত্র একটা দিন। কীভাবে মিলবে টিকিট?
ফিফার তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৮.৩০ টা থেকে ফিফার ওয়েবসাইটে অনলাইনে টিকিট। প্রতিটি টিকিটের দাম ১০০ টাকা। অনলাইনে টিকিট বিক্রি শেষ হওয়া পর প্রয়োজন মনে করলে কাউন্টার থেকে টিকিট বিক্রি হতে পারে।’
ম্যাচ আয়োজনে রাজ্য সরকারের সাংগঠনিক দক্ষতা ও সহযোগিতায় অত্যন্ত খুশি ফিফা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন যুদ্ধকালীন তত্পরতায় চলছে কাজ।
সূত্রের খবর, গুয়াহাটির সেমিফাইনাল পাওয়ার দৌড়ে কলকাতার সঙ্গে ছিল মুম্বইও। কিন্তু, কলকাতাবাসীর আবেগ-ভালবাসায় মোহিত টিম ব্রাজিল। তারাই ওই ম্যাচ কলকাতায় খেলার ইচ্ছাপ্রকাশ করে। যুবভারতীতে গ্রুপ লিগের বেশ কিছু ম্যাচ খেলেছে টিম ইংল্যান্ড। এ-শহরে যথেষ্ঠ জনপ্রিয় গোমস, ব্রিউস্টাররাও। তাই, তারাও এ-ব্যাপারে সহমত হয়। শেষ পর্যন্ত তাই ম্যাচ সরল কলকাতায়।
বৃষ্টিতে বেহাল গুয়াহাটির মাঠ, ব্রাজিল-ইংল্যান্ড সেমিফাইনাল সরল কলকাতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2017 08:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -