FIFA WC 2022 Qatar Live: মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট ফ্রান্স

FIFA WC 2022 Semifinal, France vs Morocco: এখনও পর্যন্ত কানাডা ম্যাচে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল হজম করেনি এই দলটি। যা বুঝিয়ে দেয় যে মরক্কোর ডিফেন্স কতটা শক্তিশালী এবারের টুর্নামেন্টে।  

ABP Ananda Last Updated: 15 Dec 2022 02:33 AM
France vs Morocco, Semifinal Live: ফের ফাইনালে ফ্রান্স

২-০ গোলে মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। এই নিয়ে পরপর ২ বার বিশ্বকাপের মঞ্চে ফাইনালে দিদিয়ের দেশঁর দল।

France vs Morocco: পরিবর্ত হিসেবে নেমেই গােল

দেম্বেলের পরিবর্ত হিসেবে নেমেই গোল পেলেন কোলো মুয়ানি। ৭৯ মিনিটের মাথায় এমবাপের পাস থেকে গোল করেন তিনি। 

France vs Morocco, Semifinal Live: ৭৫ মিনিট পরেও এগিয়ে ফ্রান্স

খেলার ৭৫ মিনিট অতিক্রান্ত। এখনও ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। মরক্কো কি পারবে সমতা ফেরাতে?

France vs Morocco: জিহুর বদলি থুরাম

জিহুকে বসিয়ে থুরামকে নামালেন দিদিয়ের দেশঁ। তিনি বাঁদিক থেকে খেলবেন। ফরোয়ার্ড লাইনে খেলবেন এমবাপে।

France vs Morocco, Semifinal Live: হাকিমি, জিয়েশ জুটি চাপ বাড়াচ্ছে ফ্রান্সের

মাঠের ডানদিক থেকে হাকিমি, জিয়েশ যুগলবন্দিতে পরপর আক্রমণ করছে মরক্কো। 

France vs Morocco: জিয়েশের শট ক্লিয়ার করলেন কন্তে

মরক্কোর জিয়েশের শট ক্লিয়ার করে দিলেন কন্তে। 

France vs Morocco, Semifinal Live: দ্বিতীয়ার্ধে শুরুতেই ভয়ঙ্কর হচ্ছেন এমবাপে

দ্বিতীয়ার্ধে খেলা শুরু। উইং ধরে দুরন্ত স্পিডে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকলেন এমবাপে। যদিও লক্ষ্যভ্রষ্ট হলেন।

France vs Morocco: হাফ টাইমে এগিয়ে ফ্রান্স

হাফ টাইমে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ল ফ্রান্স।

France vs Morocco, Semifinal Live: বল পজিশনে এগিয়ে মরক্কো

এই মুহূর্তে ৫৭ শতাংশ বল পজিশন নিয়ে খেলছে মরক্কো। ৪৩ শতাংশ বল পজিশন দেশঁর দলের।

France vs Morocco: পরপর ২ বার মিস

গোলকিপারকে একা পেয়েও বল জালে ঢোকাতে পারলেন না এমবাপে। মিস করলেন জিহুও।

France vs Morocco, Semifinal Live: আক্রমণ বাড়াচ্ছে মরক্কো

প্রতি মুহূর্তে ফ্রান্সের ডি বক্সে আক্রমণ করছে মরক্কো। যদিও গোলমুখ খুলতে পারেনি তারা এখনও।

France vs Morocco: বুফৌলকে হলুদ কার্ড

হার্নান্ডেজকে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন মরক্কোর বুফৌল।

France vs Morocco, Semifinal Live: মাঠ ছাড়লেন মরক্কো অধিনায়ক

ম্যাচের প্রথম পরিবর্তন। আনফিট বোধ করায় মাঠ ছাড়লেন মরক্কো অধিনায়ক রোমেন সেইস। 

France vs Morocco: আক্রমণ, প্রতি আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে ফ্রান্স-মরক্কো

আক্রমণ, প্রতি আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে ফ্রান্স-মরক্কো। ১৬ মিনিটের মাথায় জিহুর বুলেট শট উড়ে গেল মরক্কোর তেকাঠির পাশ দিয়ে।

France vs Morocco, Semifinal Live: সেভ লরিসের

১১ মিনিটের মাথায় দুর্দান্ত সেভ লরিসের। ওউনাহির শট আটকে দিলেন তিনি।

France vs Morocco: শুরুতেই গোল হার্নান্ডেজের

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্নান্ডেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অথচ এই ম্যাচে তিনিই প্রথম গোলটি করলেন। ফ্রান্সকেও এগিয়ে দিলেন।

France vs Morocco, Semifinal Live: ফ্রান্সের গোল

খেলার শুরুতেই গোল পেয়ে গেল ফ্রান্স। ৫ মিনিটের মাথায় গোল ফ্রান্সের হার্নান্ডেজের।

France vs Morocco: শুরু দ্বিতীয় সেমিফাইনাল

বেজে গেল বাঁশি। শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।

France vs Morocco, Semifinal Live: শুরু হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল

শুরু হতে চলেছে ফ্রান্স বনাম মরক্কো মহারণ। 

প্রেক্ষাপট

দোহা: প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। আজ দ্বিতীয় সেমিফাইনাল। রাশিয়া বিশ্বকাপের পর আরও একবার ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ ফ্রান্সের সামনে। সামনে প্রতিপক্ষ মরক্কো। খাতায় কলমে কেউ হয়ত তাদের গুরুত্ব দেবে না। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফ্রিকার এই দলটি। গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়েছে। শেষ ষোলোয় স্পেন ও শেষ আটে পর্তুগালকে হারিয়ে দিয়েছে মরক্কো। এখনও পর্যন্ত কানাডা ম্যাচে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল হজম করেনি এই দলটি। যা বুঝিয়ে দেয় যে মরক্কোর ডিফেন্স কতটা শক্তিশালী এবারের টুর্নামেন্টে।  


এখনও পর্যন্ত মোট ৭ বার দুটো দল মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে ফ্রান্স। ২ বার জয় পেয়েছে মরক্কো। মোট ১৩টি গোল করেছে ফ্রান্স। সেখানে মরক্কো করেছে ৭টি গােল।


বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও এই ২ দল মুখােমুখি হয়নি। আন্তর্জাতিক মঞ্চে ২ দলের সাক্ষাতে ফ্রান্স অপরাজিত। ২০০৭ সালে শেষবার একটি ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হয়েছিল। সেবার ২-২ ড্র হয়েছিল ম্যাচ। কোনও দলকে বিশ্বকাপের নক আউট পর্বে তোলা প্রথম আরব কোচ হলেন ওয়ালিদ রেগরাগুইয়। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত উত্তর আফ্রিকার এই দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.