দোহা: পরপর দুই ম্যাচ জিতে বিশ্বকাপের (Qatar 2022) পরের পর্বে যাওয়া আগেই নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। আজ, বুধবার গতবারের বিশ্বজয়ীরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে তিউনিশিয়ার বিরুদ্ধে। শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় কি গ্রুপ ডি-তে নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ?
আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পরই শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলেছিল ফ্রান্স। তিউনিশিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ ডি-র শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবেন কিলিয়ান এমবাপেরা। গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ডেনমার্কের ২ ম্যাচে ১ পয়েন্ট। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলবেন ক্রিশ্চিয়ান এরিকসেনরা। সেক্ষেত্রে ছিটকে যাবে অস্ট্রেলিয়া ও তিউনিশিয়া।
আর যদি ফ্রান্সকে হারিয়ে অঘটন ঘটিয়ে দেয় তিউনিশিয়া? তাদের সামনেও খুলে যেতে পারে শেষ ষোলোর দরজা। তবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ডেনমার্ক ম্যাচ ড্র হতে হবে বা অল্প গোলের ব্যবধানে জিততে হবে ডেনমার্ককে।
তিউনিশিয়ার বিরুদ্ধে এমবাপে বা অলিভিয়ের জিহুর মতো তারকাদের বিশ্রাম দিতে পারেন দেশঁ। তবে জিহুকে খেলালে রেকর্ড গড় ফেলতে পারেন ফরাসি স্ট্রাইকার। ফ্রান্সের হয়ে ৫১টি গোল করে থিয়েরি অঁরির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ স্কোরার জিহু। আর একটি গোল করলে অঁরির রেকর্ড ভেঙে দেবেন তিনি।
আর্জেন্তিনার পরীক্ষা
সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা (Fifa World Cup)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। আজ, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছেন মেসিরা। প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় সরাসরি পৌঁছে যাবে আর্জেন্তিনা। কিন্তু হারলে বা ড্র করলে?
বিশ্বকাপের গ্রুপ সি-তে ২ ম্য়াচের একটি জিতে ও একটি ড্র করে ৪ পয়েন্ট-সহ শীর্ষে রয়েছে পোল্যান্ড। দুই নম্বরে রয়েছে আর্জেন্তিনা। ২ ম্য়াচে ৩ পয়েন্ট মেসিদের। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে সৌদি আরব। ২ ম্যাচ খেলে এক পয়েন্ট মেক্সিকোর। তারা পয়েন্ট টেবিলে সকলের নীচে।
বুধবার মেসিরা জিতলে আর্জেন্তিনার পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবে লা আলবিসেলেস্তেরা। বুধবারই গ্রুপের অন্য ম্য়াচে মুখোমুখি মেক্সিকো ও সৌদি আরব। সেই ম্যাচে সৌদি আরব জিতলে তারাও সেক্ষেত্রে পৌঁছে যাবে নক আউটে। ছিটকে যাবে পোল্যান্ড ও মেক্সিকো।
আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড