রাঁচি: ঝাড়খণ্ডের রাঁচিতে নির্ধারিত এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ার্স ২০২৪ শুরু হয়েছে শনিবার। প্রথম ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারতীয় মহিলা হকি দলয। খেলার ১৬ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল করেন আবিগালি তামের। গোটা ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও সেখান থেকে কোনও গোল করতে পারেননি ভারতীয় হকি প্লেয়াররা। 


উল্লেখ্য, এফআইএইচ মহিলা হকি অলিম্পিক বাছাইপর্ব ২০২৪-এ অংশগ্রহণকারী আটটি দলকে চারটি করে দলের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে রাউন্ড-রবিন ম্যাচের পর, প্রতিটি পুল থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। চূড়ান্ত প্রতিযোগীদের শীর্ষ দুই স্থান নিশ্চিত করবে এবং পরাজিত সেমিফাইনালিস্টরা ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে, বিজয়ীও প্যারিসের টিকিট নিশ্চিত করবে। 'বি' গ্রুপে রয়েছে ভারত।