কলকাতা: এনসিএর জোনাল ক্যাম্পে সুযোগ পেলেন অনূর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটার। তাঁরা হলেন দৃষ্টি মাঝি (ব্যাটার), তিতাস সাধু (ডানহাতি মিডিয়াম পেসার), বিদিশা দে (ডানহাতি মিডিয়াম পেসার), হৃষিতা বসু (উইকেট কিপার ব্যাটার) ও ষষ্ঠী মণ্ডল (বাঁহাতি ব্যাটার)। আগামী ১৬ মে থেকে শুরু হতে চলেছে এই ক্যাম্প।
সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ''মহিলা ক্রিকেটের উন্নতিতে সবসময় চেষ্টা করে যাচ্ছি আমরা। অনেক প্রতিভাও উঠে এসেছে গোটা রাজ্য থেকে। নানা টুর্নামেন্ট খেলছে তাঁরা। এই পাঁচজন ক্রিকেটারের সুযোগ পাওয়া প্রমাণ করে দিচ্ছে যে আমরা সঠিক দিশাতেই আছি।'' আগামী ১৫ মে ক্রিকেটারের ক্যাম্পে যোগ দেওয়ার উদ্দেশে শহর ছাড়বেন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নত মাঠ তৈরির পরিকল্পনা
কিছুদিন আগেই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছিলেন, ''ভবিষ্যতের পরিকল্পনা একটু অন্যরকম রয়েছে। সেজন্য প্রতিটি জেলা তে একটি ভালো মাঠ তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। তার লক্ষ্যেই আজকের এই পরিকাঠামো দেখতে এসেছিলাম। সেই সঙ্গে যে সমস্ত ক্রিকেটারদের নিয়ে খেলার আয়োজন হয়েছে সেটাও দেখার দরকার ছিল ।প্রতিকূল করণা পরিস্থিতিতে এই খেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে এটা এটা ধন্যবাদযোগ্য।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তরুণ ক্রিকেটারদের তুলে আনার লক্ষ্যে সিএবি। জেলাস্তর থেকে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যাঁরা উন্নত পরিকাঠামোর অভাবে তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাননা। এছাড়াও পারফর্ম করারও সুযোগ পাননা। কিন্তু এবার তাই প্রতিটা জেলা থেকেই যোগ্য প্রতিভাবানদের তুলে আনতে উদ্যোগী হয়েছে সিএবি। সেখানে উপযুক্ত মাঠ, পরিকাঠামো যাতে থাকে, সেদিকেও খোঁজ রাখা হচ্ছে।
মেদিনীপুরে (midnapore) আরও একটি খেলার মাঠ তৈরীর জন্য পরিদর্শন সিএবি (cab) সভাপতির (president)। ইতিমধ্যেই সাড়ে সাত একর জমি রাজ্য সরকার দিয়েছে স্টেডিয়াম তৈরির জন্য। মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় একটি বড় মাঠ ও স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা।