কলকাতা: আসন্ন আইএসএলের (ISL 2023-24) আগে বোরহা গ্রানেরোকে দলে নেওয়ার পথে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সব কিছু ঠিকঠাক চললে ২০২৩-২৪ আইএসএলে লাল-হলুদ ডিফেন্সে দেখা যাবে বোরহাকে।


সূত্রের খবর, স্পেনের ডিফেন্ডারকে এক বছরের চুক্তিতে নিতে চলেছে ইস্টবেঙ্গল। যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ চলছে বোরহার, তবে লাল-হলুদ শিবিরে তাঁর যোগ দেওয়া অনেকটাই নির্ভর করছে মেডিক্যাল রিপোর্ট ও আগের ক্লাবের ছাড়পত্রের ওপর।


ভ্যালেন্সিয়ায় শুরু হয়েছিল বোরহার কেরিয়ার। তারপর ভিয়াজয়োসা সিএফ, রিক্রিয়েটিভো হুয়েলভা, দেপোর্তিভো লা করুনা ও কাস্টলন ক্লাবেও খেলেছেন স্পেনের তারকা। বিখ্যাত স্পেনীয় কোচ হোসে কার্লোস গ্রানেরোর পুত্র বোরহা। শেনঝেন, লেভান্তের মতো বড় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হোসে কার্লোসের।


ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত এবং অন্যান্য বিদেশিরা ২৬ জুলাইয়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন বলেই বিশ্বস্ত সূত্রের খবর। তারপরই আইএসএলের প্রস্তুতি শুরু করে দেবে লাল-হলুদ শিবির। গত কয়েকবারের হতশ্রী পারফরম্যান্সের পর এবার শক্তিশালী দল গড়ায় মনোনিবেশ করেছে ইস্টবেঙ্গল। আসন্ন আইএসএলে ভাল পারফরম্যান্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড।


দলবদলের বাজারে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) চমক অব্যাহত। আনোয়ার আলি, জেসন কামিংসকে আগেই সই করিয়েছিল সবুজ মেরুন। এবার কেরল ব্লাস্টার্স (Kerela Blasters) থেকে সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad) পাঁচ বছরের চুক্তিতে সই করাল কলকাতা জায়ান্টরা।


করিম বেঞ্জেমাদের নতুন ক্লাব আল ইত্তিহাদে সাহালের ফুটবলের হাতেখড়ি হয়। সেই অ্যাকাডেমিতে ছয় বছর খেলার পরেই ভারতে ফিরে কেরল ব্লাস্টার্সে যোগ দেন সাহাল। দক্ষিণের ক্লাবের হয়ে ছয় মরশুম খেলেছেন এই মিডফিল্ডার। কেরলের হয়ে ৯২টি ম্যাচে ১০টি গোল করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন ৩০টি ম্যাচ। এবার এই ২৬ বছর বয়সি ফুটবলারকেই আসন্ন মরশুম থেকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে। 


ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়েই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাহাল। এতদিন পর্যন্ত তিনি টিভিতেই কলকাতা ডার্বি দেখেছেন। তবে এবার সেই কলকাতা ডার্বিতে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সাহাল বলেন, 'মোহানবাগানের জার্সি পরে মাঠে খেলতে নামাটা আমার কাছে গর্বের। সতীর্থদের থেকে মোহানবাগানের বিষয়ে অনেক কিছু শুনেছি। ফুটবলই আমার নেশা। তাই সুযোগ পেলেও আমি ফুটবলটাই দেখি। কলকাতা ডার্বির বহু ম্যাচ টিভিতে দেখেছি। তবে গ্যালারিতে বসে দেখার সুযোগ হয়নি। এবার সেই ডার্বিতে আমি মাঠে নামতে পারব, এটা ভেবেই দারুণ লাগছে।'


আরও পড়ুন: ABP Exclusive: শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial