(Source: Poll of Polls)
East Bengal vs Mohun Bagan: মোহনবাগানের বিপক্ষে টানটান ম্যাচ ড্র করে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
AIFF Super Cup 2025: গোটা সুপার কাপ টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি, তিনটি ম্যাচেই ক্লিনশিট রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে তাও ছিটকে গেল তারা।

গোয়া: স্টেজ তৈরি ছিল, তৈরি ছিল দুই দলই। সুপার কাপে (AIFF Super Cup 2025) কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan)। আদপে গ্রুপ পর্বের ম্যাচ হলেও, এই কলকাতা ডার্বিতে যে দল ম্যাচ জিতত, সেই দলই শেষ চারে কোয়ালিফাই করত। শেষমেশ নব্বই মিনিট পর্যন্ত টানটান লড়াই চলল। তবে বৃষ্টিস্নাত ম্যাচে গোল এল না। গোলশূন্য ড্র হল দুই দলের ম্যাচ। এই ড্রয়ের ফলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মোহনবাগান। আর সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল লাল হলুদ।
ম্য়াচের স্কোরলাইন গোলশূন্য ছিল। তবে গোল করার সুযোগ তৈরি থেকে বল দখলের লড়াই, সবেতেই ইস্টবঙ্গল খানিকটা এগিয়েই ছিল। লাল হলুদ তো ম্যাচের প্রথম মিনিটেই গোল লক্ষ করে শট নেয়, সেখানে মোহনবাগানের প্রথম শট আসতে আসতে ৪০ মিনিট কেটে যায়। এই সময়ের অন্তরালটাই কিন্তু প্রথমার্ধে ইস্টবেঙ্গলের দাপট বোঝানোর জন্য যথেষ্ট।
এদিন উইংব্যাকে খেলা মহম্মদ রাওকিপ এবং মিগুয়েল ফারেরা আরেকটু হলেই দলের হয়ে প্রথম গোল এনে দিচ্ছিলেন। অনিরুদ্ধ থাপাকে কাটিয়ে ডান উইং থেকে রাওকিপের বাড়ানো বলে মিগুয়েল জোরাল শট নেন। তবে সবুজ মেরুন ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ় শরীর ছুড়ে দিয়ে বেশ ভালভাবে শটটি আটকান। ম্যাচের ২০ মিনিটের পরে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোলের সুযোগ তৈরি হয়। এমনকী মিগুয়েলের বাড়ানো বল থেকে তো হামিদের শট বারে লেগে ফিরে আসে। মোহনাবাগানের হয়ে প্রথমার্ধে বলার মতো সুযোগ একটিই তৈরি হয়েছিল। তবে প্রতিআক্রমণে গড়া সেই মুভ থেকে বল পেয়ে আপুইয়া সোজা লাল হলুদ গোলরক্ষকের হাতেই তা মেরে বসেন।
ম্য়াচের দ্বিতীয়ার্ধে সময় যত গড়ায়, সবুজ মেরুন ততই গোল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লাগে। ম্যাচের ৭৫ মিনিট হতে হতে ছয় বিদেশি ফুটবলারকেই সবুজ মেরুন কোচ হোসে মোলিনা মাঠে নামিয়ে দেন। তবে গোল কিছুতেই আসেনি। আনোয়ার আলিরা দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করতে থাকেন। পেত্রাতোসরা চেষ্টা চালিয়ে যান। তবে বৃষ্টিস্নাত ম্যাচে মসৃণভাবে পাসিং ফুটবল খেলতে বেশ সমস্যাই হচ্ছিল। শেষমেশ কেউই আর গোল করতে পারেননি। ম্যাচ গোলশূন্য শেষ হয়।
এই ড্রয়ের ফলে পয়েন্টে তালিকাতেও ইস্টবেঙ্গল ও মোহনবাগান, উভয়ের দখলেই এক জয় এবং দুই ড্রয়ের সুবাদে পাঁচ পয়েন্ট ছিল। তবে গোলপার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে থাকায় অস্কার ব্রুজোনের দলই শেষ চারে নিজেদের জায়গা পাকা করল।























