Asian Cup 2027 qualifiers: এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের আশা বজায় রাখতে সিঙ্গাপুরের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত
Khalid Jamil: ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ভারত আক্রমণাত্মক ফুটবল খেলবে, সেই পূর্বাভাস দিয়ে রেখেছেন ভারতীয় কোচ খালিদ জামিল।

গোয়া: সিঙ্গাপুরের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রায় একটা গোটা অর্ধ ১০ জনে খেলেও শেষ মুহূর্তে ড্র ছিনিয়ে এনেছিল ভারতীয় দল। এই ড্রয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে (Asian Cup 2027 qualifiers) নিজেদের গ্রুপে এক ধাপ উপরে উঠে এলেও, ভারতীয় দল এখনও জয়হীন। এমন পরিস্থিতিতে ভারতীয় দলকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে হলে তাদের বাকি তিন ম্যাচেই জিততে হবে। চ্যালেঞ্জটা কঠিন। আজ ঘরের মাঠে গোয়ায়, সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্য়াচ দিয়েই ভারতের সেই কঠিন সফরের শুরু।
ভারতীয় দল আপাতত তিন ম্য়াচে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বাকি তিন ম্য়াচ জিতে ১১ পয়েন্ট দখলে আনতে পারলে ব্লু টাইগার্সদের মূলপর্বে পৌঁছনোর আশা বজায় থাকবে। তবে তারপরেও গুরপ্রীত সিংহ সান্ধুদের যোগ্যতা অর্জন নিশ্চিত নয়। অন্যান্য ফলাফলও ভারতের পক্ষে গেলে তবেই ভারত সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছবে। খালিদ জামিলের কোচিংয়ে খেলা দলের জন্য এটা নিঃসন্দেহেই বেশ কঠিন কাজ।
তবে এই ম্যাচের আগে খালিদ জামিল (Khalid Jamil) কিন্তু জানিয়ে দিয়েছেন তাঁর দল আসন্ন ম্যাচে রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক ফুটবলই খেলবে। পাশাপাশি ইতিবাচক ফলাফল লাভের আশায় দলের খেলোয়াড়দেরও নিজেদের স্তর আরও বাড়ানোর কথা শোনা গিয়েছে ভারতীয় কোচের মুখে। জামিল ম্যাচের আগে সাংবাদিকদের জানান, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং আমরা এটা নিজেদের ঘরের মাঠে খেলছি। আমদের নিঃসন্দেহেই ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে এবং ভাল ফলাফল পেতে হবে। গত ম্য়াচে দশ জন নিয়ে আমরা যেমনটা খেলেছিলাম, সেই খেলাটা ধরে রাখতে হবে। আমরা যেহেতু ঘরের মাঠে খেলছি, তাই আক্রমণাত্মকভাবে আমরা খেলা শুরু করলে ভাল হবে।'
ম্যাচের আগে সিঙ্গাপুরের কোচ অবশ্য ভারতকেই খানিকটা এগিয়ে রাখছেন। তবে তারাও যে তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবেন এবং তার জন্য নিজেদের সর্বস্বটা উজাড় করবেন, সেটাও জানিয়ে দেন সিঙ্গাপুর কোচ গাভিন লি। এই ম্যাচটি আজ সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে কিন্তু এখনও পর্যন্ত ভারতই সামান্য হলেও এগিয়ে। সিঙ্গাপুরের ১১টি জয়ের তুলনায় ভারতীয় দল ১২টি ম্যাচ জিতেছে। আজকের পর এই সংখ্যাটা ১৩ হয় কি না, সেটাই দেখার বিষয়।






















