(Source: ECI | ABP NEWS)
Brazil Football: আর্জেন্তিনার বিরুদ্ধে হারের খেসারত, ছাঁটাই ব্রাজিল ফুটবল দলের কোচ
Brazil Football Team Coach: মোট ১৬টি ম্য়াচে ব্রাজিল ফুটবল দলের কোচের পদে দায়িত্ব সামলেছেন। তার মধ্যে ৭ ম্য়াচে জয়, ৬ ম্য়াচে ড্র ও তিনটি হার হজম করতে হয়েছে দোরিভালকে।

সাও পাওলো: ব্রাজিল ফুটবল দলের কোচের পদ থেকে ছাঁটাই দোরিভাল। আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড়ে ম্য়াচে ১-৪ ব্যবধানে হারের পরই এই সিদ্ধান্ত নিয়ে নিল সেলেকাও ফুটবল অ্য়াসোসিয়েশন। মেসিহীন আর্জেন্তিনার বিরুদ্ধে এভাবে বড় ব্যবধানে হার একেবারেই ভালভাবে নেয়নি ব্রাজিল ফুটবল অ্য়াসোসিয়েশন। ২০২৪ সাল থেকেই ব্রাজিল ফুটবল দলের কোচের পদে ছিলেন দোরিভাল।
মোট ১৬টি ম্য়াচে ব্রাজিল ফুটবল দলের কোচের পদে দায়িত্ব সামলেছেন। তার মধ্যে ৭ ম্য়াচে জয়, ৬ ম্য়াচে ড্র ও তিনটি হার হজম করতে হয়েছে দোরিভালকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য দক্ষিণ আমেরিকার যে গ্রুপ তাতে চার নম্বরে রয়েছে ব্রাজিল এই মুহূর্তে। ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করে নেওয়া অর্জেন্তিনার থেকে গ্রুপে ১০ পয়েন্ট কম রয়েছে ব্রাজিলের। আর্জেন্তিনা এই গ্রুপে শীর্ষে রয়েছে। ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালে মার্চে ইংল্য়ান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল হলুদ জার্সিধারীরা। সেই ম্য়াচে ১-০ ব্যবধানে জিতে যায় সেলেকাওরা।
দোরিভালকে সরিয়ে দেওয়ার পর এই মুহূর্তে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি। তিনি আগেও কোচ হওয়ার দৌড়ে সবার আগেই ছিলেন। কিন্তু রিয়ালের কোচের সিট ছাড়তে চাননি আনচেলোত্তি। এবার কি তিনি আসবেন? এছাড়াও দৌড়ে রয়েছেন পর্তুগালের জর্জ জেসুস। যিনি এখন আল হিলালের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার ভারতীয় সময় ভোরে আর্জেন্তিনা ও ব্রাজিল মুখোমুখি হয়েছিল এই যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্য়াচ খেলতে। খেলার শুরুতেই ৪ মিনিটে আর্জেন্তিনাকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। যে ঝড় শুরুতেই উঠেছিল গতবারের বিশ্বজয়ী দলের তরফ থেকে, সেই ঝড় আর থামাতে পারেনি ব্রাজিল দল। আট মিনিট পরেই ফের গোল পায় আর্জেন্তিনা। এবার দলের হয়ে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। পরপর দু গোল হজম করে কিছুটা খোঁচা খাওয়া বাঘের মত ক্ষিপ্র হয়ে ওঠে ব্রাজিল শিবির। ২৬ মিনিটের মাথায় ব্রাজিলের তরফে ব্যবধান কমান ম্য়াথিউজ কুনহা। কিন্তু প্রথমার্ধেই আরও একটি গােল করে হলুদ জার্সিধারীদের চাপ বাড়িয়ে দেন ম্য়াক অ্য়ালিস্টার। তিনি ৩৭ মিনিটের মাথায় গোল করেন।
প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই কিছুটা সময় দু পক্ষই একে অপরের ডি বক্সে ঢোকার আক্রমণ করছিল। কিন্তু এই ফাঁকতালেই ৭১ মিনিটের মাথায় সিমিওনে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করে দেন। কফিনে শেষ পেরেকটি তিনিই পুঁতে দেন।























