Cristiano Ronaldo: বছরে ২০০০ কোটি টাকা থেকে ক্লাবের মালিকানা! আল নাসরে নতুন চুক্তি সই করায় আর কী পাচ্ছেন রোনাল্ডো?
Al Nassr: ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

নয়াদিল্লি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার। পর্তুগিজ মহাতারকার আল নাসরের (Al Nassr) সঙ্গে চুক্তি গত মরশুমের পরেই শেষ হওয়ার কথা ছিল। তাঁর হাবেভাবে অনেকেই ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হয়তো নতুন কোনও ক্লাবে পরের মরশুমে খেলবেন। আল নাসরেরই প্রতিদ্বন্দ্বী, আল হিলাল তাঁকে দলে নিতে চায় বলেও শোনা গিয়েছিল। তবে সেইসব জল্পনায় জল ঢেলে আল নাসরের সঙ্গেই নতুন চুক্তি সই করে ফেললেন রোনাল্ডো।
সৌদি প্রো লিগে বিগত দুই মরশুমে রো নাল্ডোই সর্বাধিক গোল করেছেন। তবে তাঁর গোলগুলি দলকে সাফল্য এনে দিতে পারেনি। একটিও লিগ খেতাব জিততে পারেননি তারা। ক্লাব ফুটবল বিশ্বকাপেও যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় আল নাসর। এরপরেই রোনাল্ডোর দল ছাড়ার জল্পনা বাড়ে। তবে সেইসব জল্পনায় জল ঢেলে গতকালই আরও দুই বছরের জন্য রোনাল্ডো সৌদি আরবের সেই একই ক্লাবে সই করলেন। রোনাল্ডোর মতো তারকা নতুন চুক্তি সই করার জন্য কিন্তু মোটা টাকা পাচ্ছেন।
Talksport-র রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো এই নতুন চুক্তির দরুণ প্রতি বছর ১৭৮ মিলিয়ন পাউন্ড পাবেন। ভারতীয় মুদ্রায় এই হিসেব করলে দাঁড়ায় ২০০০ কোটি টাকার আশেপাশে। এখানেই শেষ? একেবারেই নয়। রোনাল্ডোর চুক্তির বাকি বিষয়গুলি দেখতে চোখ কপালে উঠতে বাধ্য। নতুন চুক্তি সই করার জন্য রোনাল্ডো প্রথম বছরে ২৪.৫ মিলিয়ন পাউন্ড এবং দ্বিতীয় বছরে ৩৮ মিলিয়ন পাউন্ড পাবেন। আল নাসর লিগ জিতলে আট মিলিয়ন ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে পাঁচ মিলিয়ন বোনাস পাবেন তিনি। এখানেও কিন্তু শেষ নয়।
গোল্ডেন বুট জিতলে রোনাল্ডোর ঝুলিতে আসবে চার মিলিয়ন। আল নাসরের ১৫ শতাংশ মালিকানাও নাকি রয়েছে তাঁর। স্পনসরশিপ থেকে তিনি প্রতি বছরে ৬০ মিলিয়ন পাবেন। প্রাইভেট জেটের প্রতি বছর চার মিলিয়ন খরচও রোনাল্ডোর হয়ে ক্লাবই বহন করবে। এছাড়াও গোল ও অ্যাসিস্ট প্রদান করায়ও রোনাল্ডোর জন্য ৮০ হাজার ও ৪০ হাজার বোনাস রয়েছে। চুক্তির দ্বিতীয় বছরে এই বোনাস আরও ২০ শতাংশ করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই রিপোর্ট সত্যি হলে রোনাল্ডো কিন্তু এই চুক্তি সই করায় বিশাল পরিমাণ অর্থ পাবেন।
রোনাল্ডোর মতো একজন বিশ্ববন্দিত তারকার উপস্থিতি সৌদি প্রো লিগের উন্নতি এবং বিশ্ব পর্যায়ে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য অত্যন্ত জুরুরি বলেই এক বিনিয়োগকারী কর্তা AFP-কে জানিয়েছিলেন। সেই কারণেই সম্ভবত তাঁকে যেন তেন প্রকারে লিগে ধরে রাখতে এই বিপুল অর্থ দেওয়া হচ্ছে।






















