Ronaldo Gift To Trump: প্রেসিডেন্ট, আমরা শান্তির জন্য খেলছি, ডোনাল্ড ট্রাম্পকে উপহার পাঠিয়ে কী লিখলেন রোনাল্ডো?
Antonio Costa Donald Trump: মার্কিন প্রেসিডেন্টের জন্য উপহার পাঠিয়ে সকলকে চমকে দিলেন পর্তুগিজ মহাতারকা । যদিও শুধু উপহার নয়, সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ বার্তাও লিখে পাঠিয়েছেন সি আর সেভেন ।

নয়াদিল্লি: তিনি সদ্য জাতীয় দলের জার্সিতে বড়সড় সাফল্য পেয়েছেন । নেশনস লিগ জিতেছে পর্তুগাল । ফাইনালে হেভিওয়েট ও ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে । রুদ্ধশ্বাস সেই ম্যাচে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ।
তারপর মার্কিন প্রেসিডেন্টের জন্য উপহার পাঠিয়ে সকলকে চমকে দিলেন পর্তুগিজ মহাতারকা । যদিও শুধু উপহার নয়, সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ বার্তাও লিখে পাঠিয়েছেন সি আর সেভেন । কী লিখেছেন রোনাল্ডো?
ইজরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব সন্ত্রস্ত । তার মধ্যেই জি ৭ বৈঠকে যোগ দিতে কানাডায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । আর সেখানেই দারুণ এক উপহার পেলেন মার্কিন প্রেসিডেন্ট । যে উপহার তাঁর জন্য পাঠিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তাঁর হয়ে ট্রাম্পের হাতে সেই উপহার তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ।
জি ৭ সম্মেলনের জন্য ট্রাম্প কানাডায় ছিলেন বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে । সেখানে আলোচনায় অংশ নেন তিনি । সেখানেই রোনাল্ডোর সই করা পর্তুগালের একটি জার্সি ট্রাম্পের হাতে তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা । যে জার্সিটি আবার পর্তুগালের ৭ নম্বর জার্সি । আন্তোনিও কোস্তা ট্রাম্পকে জানান যে, জার্সিতে রোনাল্ডো নিজে একটি বিশেষ বার্তাও লিখে দিয়েছেন ।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হাতে রোনাল্ডোর সাত নম্বর জার্সি তুলে দেওয়ার ছবি পোস্ট করেছেন আন্তোনিও কোস্তা । সেই জার্সিতে লেখা রয়েছে, 'প্রেসিডেন্ট, আমরা শান্তির জন্য খেলছি ।' তার নীচে রয়েছে রোনাল্ডোর স্বাক্ষর । রোনাল্ডোর জার্সি নিয়ে ট্রাম্পের সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । পরে কোস্তাও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'আমরা একই দলে লড়ছি ।'
To President @realdonaldtrump.
— António Costa (@eucopresident) June 16, 2025
Playing for peace. As a team. pic.twitter.com/iLGAmbmu0J
মাঠে এখনও প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন রোনাল্ডো । চল্লিশেও তিনি ঝলমলে । তিনি এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলেন । মধ্য এশিয়ার সেরা প্লেয়ারও হয়েছেন । জল্পনা চলছিল যে, আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যেতে পারেন রোনাল্ডোে । তবে নেশনস লিগ জেতার পর সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন রোনাল্ডো । তবে যুদ্ধের আবহ যে তাঁর হৃদয়কে নাড়া দিয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছেন সিআরসেভেন । সেই কারণেই দিয়েছেন শান্তির বার্তা ।
























