Cristiano Ronaldo: 'ও অসাধারণ প্রতিভা, ভবিষ্যতে অনেক ট্রফি জিতবে ও', লামিনের প্রশংসায় পঞ্চমুখ রোনাল্ডো
Nations League 2025: জার্মানিকে সেমিতে হারিয়েছিল পর্তুগাল, তার পর অনেকেই ২০১৬ সালের ইউরো কাপের মত চিত্রনাট্যের আশা করেছিলেন। সেই টুর্নামেন্টে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

মিউনিখ: তিনি ৪০। উল্টোদিকে সবচেয়ে আলোচিত প্লেয়ারটি ১৭ বছরের। হাঁটুর বয়সি বললেও ভুল বলা হবে। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর টক্কর দেখার জন্যই তো নেশন্স লিগের ফাইনালে চোখ রেখেছিলেন অসংখ্য ফুটবল প্রেমী। যদিও শেষ হাসি হেসেছেন 'বুড়ো' রোনাল্ডোই। নিজে গোল করেছেন। দলকে ২০১৬ সালের পর কোনও মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন।
ট্রফি জয়ের পর যদিও রোনাল্ডোর মুখে লামিনের প্রশংসা। তিনি বলছেন, ''লামিনে এক কথায় অসাধারণ প্রতিভা। আমি নিশ্চিত ও ভবিষ্যতে একাধিক ট্রফি জিতবে। একাধিক টুর্নামেন্ট জিতবে। ও দুর্দান্ত প্লেয়ার একজন।''
সি আর সেভেন আরও বলেন, ''লামিনের বিরাট কেরিয়ার হতে চলেছে। আমি নিশ্চিত ভবিষ্যতে অনেকবার ও নেশন্স লিগ জিততে পারবে।'' এত কম বসে লামিনের ওপর অনেক প্রত্যাশা রয়েছে সমর্থকদের। পর্তুগিজ সুপারস্টার বলছেন, ''আমাদের মাথায় রাখতে হবে ওর বয়স এখন মাত্র ১৭ বছর। আমি অনুরোধ করব, ওকে একা থাকতে দিন। ওকে নিজের মত থাকতে দিন। এখনও অনেক ছোট ও। বেশি চাপ ওকে দেওয়া একেবারেই উচিৎ নয়।''
জার্মানিকে যেভাবে সেমিতে হারিয়েছিল পর্তুগাল, তার পর অনেকেই ২০১৬ সালের ইউরো কাপের মত চিত্রনাট্যের আশা করেছিলেন। সেই টুর্নামেন্টে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনায় নেশনস লিগের ফাইনালে ফেভারিট ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন । লামিনে ইয়ামালদের বিরুদ্ধে পর্তুগাল যেন কিছুটা কালো ঘোড়া ছিল । কিন্তু নাটকীয় ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়ে এবং শেষে টাইব্রেকারে স্নায়ুর চাপ বজায় রেখে বিজয়ী পর্তুগাল। সকলকে চমকে দিয়ে নেশনস লিগ জিতে নিল পর্তুগাল । এ নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগ জিতল পর্তুগাল।
নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২ । অতিরিক্ত সময়েও ফয়সালা হয়নি ম্যাচের । শেষে পেনাল্টি শ্যুট আউটে পাঁচটি গোলই করে পর্তুগাল । স্পেন তিনটি গোল করে । ২-২ (৫-৩) ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল। রোনাল্ডোর গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছিল পর্তুগাল । ম্যাচ গড়িয়েছিল এক্সট্রা টাইমে । শেষে ট্রফি জিতে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন পর্তুগালের তারকা । ফাইনালে রোনাল্ডোর গোল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ১৩৮তম । আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি সকলের ওপরে । লিওনেল মেসি ও সুনীল ছেত্রীর চেয়ে অনেক এগিয়ে ।






















