Cristiano Ronaldo: মেসির মত ভারতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও?
Cristiano Ronaldo Update: আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর যা চুক্তি, তাতে এই বিষয়টি অবশ্য়ই আছে যে নিজের ইচ্ছেমত সৌদি আরবের বাইরে ম্য়াচ খেলতে পারবেন রোনাল্ডো।

লিসবন: আল নাসের ক্লাবের জার্সিতে ভারতের মাটিতে খেলতে আসার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। কিছুদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে লিওনেল মেসি ভারতের মাটিতে আসতে চলেছেন। সেই মতই সি আর সেভেনও কি ভারতের মাটিতে আসতে চলেছেন? এএফসি চ্যাম্পিয়নস লিগ–২-এর ম্য়াচ খেলতে ভারতে পৌঁছানোর কথা আল নাসেরের। আগামী ২২ অক্টোবর গোয়ার ফতোদরা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার কথা আল নাসেরের। কিন্তু সেই ম্য়াচে রোনাল্ডো কি খেলবেন? সেই নিয়েই আগ্রহ বাড়ছে ক্রিশ্চিয়ানো প্রেমীদের।
সৌদি সংবাদমাধ্যম আল রিয়াধিয়ার রিপোর্ট অনুযায়ী রোনাল্ডোকে ২২ অক্টোবরের ম্য়াচে খেলতে দেখা যাবে না। আসলে পর্তুগিজ সুপারস্টার না কি নিজেই এই ম্য়াচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মূলত বিশ্রাম নিতে চেয়েছেন। আগামী বছরের বিশ্বকাপের আগে প্রস্তুতি সঠিকভাবে সারতে চান সি আর সেভেন। তার জন্য ফিটনেস নিয়েও বেজায় খাটছেন ৪০ পেরন তারকা ফুটবলার। নিজের ওয়ার্কলোড নিয়েও তাই বাড়তি সতর্ক রোনাল্ডো। এই জন্যই ম্য়াচ থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর যা চুক্তি, তাতে এই বিষয়টি অবশ্য়ই আছে যে নিজের ইচ্ছেমত সৌদি আরবের বাইরে ম্য়াচ খেলতে পারবেন রোনাল্ডো। তিনি চাইলেই ম্য়াচ খেলতে ভারতে আসতে পারতেন। কিন্তু তিনি খেলতে চান না। উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়নস লিগ–২–এর আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা, রয়েছে গ্রুপের শীর্ষে। অর্থাৎ, পরের রাউন্ডে ওঠা এখন কার্যত সময়ের অপেক্ষা।
কিছুদিন আগেই দেশের জার্সিতে রোনাল্ডো টেক্কা দিয়েছিলেন মেসিকে। তাঁর বয়স ৪০-র গণ্ডি পার করেছে কে বলবে। ক্লাব হোক বা দেশের জার্সি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গোল করা থেকে কে আটকায়! ফের পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে জোড়া গোল করলেন 'সিআর৭'। এই দুই গোলের সুবাদেই লিওনেল মেসিকে পিছনে ফেলে বিশেষ তালিকায় ফের একবার শীর্ষে পৌঁছে গেলেন রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৫-০ গোলে আর্মেনিয়াকে হারাল পর্তুগাল। আর্মেনিয়ার বিরুদ্ধে ধারে ভারে অন্তত খাতায় কলমে পর্তুগাল অনেকটাই এগিয়ে। তাই এই ম্য়াচ যে আর্মেনিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তা বলাই বাহুল্য। হলও তাই। ম্যাচের ১০ মিনিটেই এ মরশুমে রোনাল্ডোর ক্লাব আল নাসরে যোগ দেওয়া জাও ফেলিক্স পর্তুগালকে ম্য়াচে এগিয়ে দেন। তার মিনিট দশেক পরেই রোনাল্ডো দুরন্ত গোল করে দলের লিড দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষের আগেই ফুলব্যাক জাও ক্যান্সেলো ৩২তম মিনিটে পর্তুগালকে ৩-০ এগিয়ে দেন। গোল করার পরেই পরলোকগমন করা প্রাক্তন সতীর্থ দিয়োগো জোটার বিখ্যাত প্লে স্টেশন স্টাইলে তিনি গোল উদযাপন করেন।






















