David Beckham: ক্রীড়াক্ষেত্র তথা সমাজসেবায় অবদানের জন্য নাইটহুড পেলেন ডেভিড বেকহ্যাম
Sir David Beckham: স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ডিজাইন তিন পিসের স্যুট পরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেভিড।

লন্ডন: প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা তথা ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যামকে (David Beckham) নাইটহুড দেওয়া হল। বাকিংহাম প্যালেসে ক্রীড়াজগত এবং চ্যারিটির প্রতি তাঁর অবদানের জন্য রাজা চার্লস তিনের তরফে নাইটহুড দেওয়া হল। আজই ফুটবল কিংবদন্তিকে নাইটহুড দেওয়া হল। এবার থেকে তাঁকে স্যর ডেভিড বেকহ্যাম বলে ডাকা হবে।
স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ডিজাইন তিন পিসের স্যুট পরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেভিড। ভিক্টোরিয়া বেকহ্যামের পাশাপাশি ডেভিড বেকহ্যামের বাবা, মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বভাবতই এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত ডেভিড বেকহ্যাম। তিনি বলেন, 'নিঃসন্দেহেই এই সম্মানটা পাওয়া আমার জন্য এক বিশেষ মুহূর্ত ছিল। আমার নিজের কেরিয়ারে বিভিন্ন খেতাব জেতা, দেশের হয়ে খেলার পাশাপাশি দেশকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে। তবে নিঃসন্দেহে এটাই আমার সবথেকে গর্বের মুহূর্ত।'
Knighted by King Charles III at Buckingham Palace 🏅
— Manchester United (@ManUtd) November 4, 2025
Introducing, *Sir David Beckham* 👏
তিনি আরও যোগ করেন, 'শুধু আমার খেলাধুলোর জন্য নয়, আমি যে সমাজসেবার কাজ করি তার জন্যও আমায় সম্মানিত করা হয়েছে, সেটা আমার কাছে সব থেকে বড়। আমার সমাজসেবার কাজটা আমার জন্য বাধ্যতামূলক নয়, তবে সেটা আমি ভালবেসে করি। আমি এটা করি কারণ এর মাধ্য়মে আমার বিশ্বাস আমি সমাজে বদল আনতে পারি। সত্যি বলতে খেলার জন্য নয়, বাচ্চাদের জন্য আমি যে কাজ করি তার জন্য এই নাইটহুড পাওয়াটা আমার জন্য বেশি আনন্দের। ছয়টি প্রিমিয়ার লিগসহ আরও কিছু খেতাব জেতাটা নিঃসন্দেহেই কৃতিত্বের তবে এই পুরস্কার পাওয়াটা আমার অত্যন্ত গর্বের।'
চল্লিশ পেরিয়েছে। কিন্তু এখনও ফিটনেসের নিরিখে অনেক তরুণ ফুটবলারকে টেক্কা দিতে পারেন অনায়াসে। সম্প্রতি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আল হাজমের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে আল নাসের। সেই ম্য়াচেই গোল করে নিজের কেরিয়ারের ৯৫০ তম গোল পূরণ করে ফেললেন সি আর সেভেন। রোনাল্ডোর মতোই গোল পেলেন জোয়াও ফেলিক্স। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো ও তাঁর দল।
খেলার ২৫ মিনিটের মাথায় আইমান ইয়াহিয়ার ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন জোয়াও ফেলিক্স। প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল আসে রোনাল্ডোর থেকে। তবে তার জন্য়ও অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। আল নাসেরের জার্সিতে চলতি মরশুমে এই নিয়ে ষষ্ঠ গোল করে ফেললেন রোনাল্ডো। টানা চার ম্য়াচে গোল করলেন। ৮৮ মিনিটে করা গোলটি ছিল তাঁর কেরিয়ারের ৯৫০ তম গোল। আর ৫০ গোল করলেই হাজার ছুঁয়ে ফেলবেন।






















